জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“খুব ভালো অভিনেতা, কিন্তু অভিষেকের একটাই দোষ…” অভিনয়ের বাইরে বাস্তবের উত্তর, নতুন বছরের শুরুতেই একে অপরের দোষ-গুণ নিয়ে এমন কী বললেন আরাত্রিকা-অভিষেক? উত্তরেই উঠছে প্রশ্ন, বন্ধুত্ব না তার চেয়েও বেশি?

নতুন বছরের শুরুতেই আবার আলোচনার কেন্দ্রে ‘জোয়ার ভাঁটা’র (Jowar Bhanta) জনপ্রিয় জুটি ‘আরাত্রিকা মাইতি’ (Aratrika Maity) এবং ‘অভিষেক বীর শর্মা’ (Abhishek Veer Sharma)। ধারাবাহিকে তাঁদের সাবলীল অভিনয় ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা পাচ্ছে। আবার তেমনই অফ ক্যামেরায় তাঁদের ঘনিষ্ঠতা কৌতূহল বাড়াচ্ছে। সম্প্রতি কিছু ভিডিও সামনে আসতেই দু’জনের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। পর্দায় হোক বা বাইরে, তাঁদের মধ্যে স্বাভাবিক কমফোর্টটা স্পষ্ট।

এর আগেও নানা অনুষ্ঠানে বা শুটিংয়ের ফাঁকে তাঁদের মজার খুনসুটি, একে অপরকে নিয়ে হালকা ঠাট্টা মিলিয়ে ভক্তদের কল্পনায় রং লাগিয়েছে। সমুদ্র সৈকতের একটি ভিডিও ঘিরে যে প্রেমের গুঞ্জন তৈরি হয়েছিল, তা নিয়ে পরে পরিষ্কার করে সবটা জানিয়ে ছিলেন দু’জনে। তখন সম্পর্কের কথা স্বীকার করে, একে অপরকে ভালো বন্ধু বলেছিলেন তাঁরা। এরপরেও আলোচনা বেড়েছে কিন্তু কমেনি! মূলত, একটু ভাইরাল হওয়া ভিডিওতে খেলাচ্ছলে প্রেম নিবেদনের মুহূর্ত ঘিরে।

সেখানে বলা কথাগুলোও ছিল হালকা মজার ছলে, তেমন সত্যিকারের কোনও ঘোষণা নয়। তবুও দর্শকেরা যে এই জুটিকে নিয়ে আলাদা আগ্রহ অনুভব করছেন, সেটা অস্বীকার করার উপায় নেই। এদিকে নতুন বছর পড়তেই,। নতুন করে যে ভিডিওটি সামনে এসেছে, সেখানে দুজনের প্রতিক্রিয়া যেন বলে দিচ্ছে অনেক কিছু। এদিন দু’জনকেই প্রশ্ন করা হয় একে অপরের ভালো আর খারাপ গুণ নিয়ে। অভিষেককে যখন আরাত্রিকার একটি ভালো গুণ আর একটি খারাপ গুণ বলতে বলা হয়।

তখন অনেকক্ষণ ভেবে শেষ পর্যন্ত তিনি বলেন, “উজি সবকিছু দিদিকে বলে দেয়, কিন্তু ঋষিকে বলে না…এটাই ওর ভালো ও খারাপ গুণ!” কথাটার মধ্যে যেমন মজা আছে, তেমনই আছে চরিত্রের গভীর একটা ইঙ্গিত। অন্যদিকে, আরাত্রিকাও অভিষেককে নিয়ে বেশ খোলামেলা মন্তব্য করেন। তাঁর কথায়, “ও খুব ডেডিকেটেড কাজের বিষয়। মনে দিয়ে সবটা করে, এটাই ওর ভালো গুন। আর খারাপ গুণ যেটুকু আমি বুঝেছি যে,

কারোর কথায় খারাপ লাগলে বা আঘাত পেলে মুখ ফুটে কিছু বলে না, বরং নিজের মধ্যে চেপে রাখে।” এই কথাগুলো শুনে অনেকেই অনুমান করছেন দু’জনেই একে অপরকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং সম্মান করেন। সব মিলিয়ে এই সম্পর্কের নাম কী! বন্ধুত্ব না তার চেয়েও বেশি, সেটা নিয়ে তাঁরা কেউই কিছু স্পষ্ট করেননি। অনস্ক্রিনে উজি-ঋষির সম্পর্কের ঠিক উল্টো অফস্ক্রিনে আরাত্রিকা-অভিষেক। তাই জল্পনা থাকাটাই স্বাভাবিক, যদিও শেষ কথা বলার দায়িত্ব তাঁদেরই। আপাতত দর্শক হিসেবে এই সুন্দর রসায়নটা উপভোগ করাই বোধহয় সবচেয়ে ভালো।

Piya Chanda

                 

You cannot copy content of this page