জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বর্ষবরণের রাতে অন্য মহিলার ঘনি’ষ্ঠ অঙ্কুশ! বেজায় চটলেন ঐন্দ্রিলা, ঘটনা কী?

বর্ষবরণের রাত মানেই আলো ঝলমলে শহর আর উদ্দাম আনন্দ। ঠিক সেই আবহেই আচমকা ভাইরাল একটি ভিডিও ঘিরে শুরু চর্চা। অন্য এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সেলফি তুলতে দেখা গেল অঙ্কুশকে। দূরে দাঁড়িয়ে থাকা ঐন্দ্রিলা তা দেখেই মুখ ভার করেন। মুহূর্তে ছড়িয়ে পড়ে কৌতূহল আর প্রশ্ন।

ঘটনাটি ঘটে এক জমজমাট নববর্ষের অনুষ্ঠানে। চারদিকে গান আর অতিথিদের কোলাহল। সেখানেই এক তরুণী অঙ্কুশের কাছে সেলফির আবদার জানান। অভিনেতা হাসিমুখে অনুরোধ রাখেন। তখন ঐন্দ্রিলা অন্যদের সঙ্গে গল্পে ব্যস্ত ছিলেন। পিছন ফিরে তাকাতেই দৃশ্যটি নজরে আসে এবং তাতেই নাটকের শুরু।

ভিডিওতে দেখা যায় ঐন্দ্রিলা দ্রুত এগিয়ে এসে অঙ্কুশকে ডাকেন। তরুণীও তখন ঘুরে তাকান। পরিস্থিতি হঠাৎই বদলে যায়। সৌজন্য বিনিময়ের পর ঐন্দ্রিলার সঙ্গে করমর্দন করেন ওই অনুরাগী। এমনকি গালে আদুরে চুমুও দেন। উপস্থিত সকলেই তখন খানিক থমকে যান কৌতুক আর বিস্ময়ে।

ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে নানা প্রতিক্রিয়া। কেউ হাসতে হাসতে মন্তব্য করেন কেমন কৌশলে পরিস্থিতি সামলালেন অঙ্কুশ। আবার কারও প্রশ্ন সত্যিই কি ঐন্দ্রিলার রাগ কমেছে। ঘনিষ্ঠ মহলেও শুরু হয় জল্পনা। প্রেম নাকি অভিমান কোনটা সত্য তা নিয়েই উত্তেজনা বাড়ে।

শেষ পর্যন্ত স্পষ্ট হয় গোটা বিষয়টি ছিল পরিকল্পিত মজার কাণ্ড। আসলে আসন্ন ছবি নারীচরিত্র বেজায় জটিল এর প্রচারের অংশ এই খুনসুঁটি। ৯ জানুয়ারি মুক্তির আগে নজর কাড়তেই এই অভিনব কৌশল। বর্ষবরণের রাতে তাই রাগ নয় বরং হাসি আর বুদ্ধিদীপ্ত প্রচারেই বাজিমাত করল এই জুটি।

Piya Chanda

                 

You cannot copy content of this page