জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অকালে চলে গেছেন জুবিন!গায়কের স্মরণে নতুন পথে যাত্রা তাঁর স্ত্রীর! দারুণ পদক্ষেপ নিলেন গরিমা

প্রয়াত শিল্পী জ়ুবিন গার্গের স্মৃতি আজও ভীষণভাবে নাড়া দেয় তাঁর পরিবার অনুরাগী এবং গোটা অসমকে। তিন মাস কেটে গেলেও এই শূন্যতা যেন আরও গভীর হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। নতুন বছরের শুরুতে সেই বেদনার মাঝেই এক মানবিক ও আশাবাদী উদ্যোগের কথা ঘোষণা করলেন গায়কের স্ত্রী গরিমা শইকীয়া। জ়ুবিনকে স্মরণীয় করে রাখতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে পরিবার।

এক সাংবাদিক বৈঠকে গরিমা শইকীয়া জানান জ়ুবিন গার্গের নামে একটি ট্রাস্ট গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগে তাঁর সঙ্গে রয়েছেন জ়ুবিনের ছোট বোন পামী বড়ঠাকুর। দীর্ঘ আলোচনা ও ভাবনাচিন্তার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তাঁরা। শুধু পরিবার নয় জ়ুবিনের অনুরাগী ফ্যান ক্লাবের সদস্যরাও এই ট্রাস্টের সঙ্গে যুক্ত থাকবেন।

গরিমার কথায় এই ট্রাস্ট মূলত জ়ুবিন গার্গের ভাবনা ও ভালবাসার জায়গাগুলিকেই এগিয়ে নিয়ে যাবে। প্রকৃতি সংরক্ষণ থেকে শুরু করে সমাজের প্রতি দায়বদ্ধতা সব কিছুই থাকবে এই উদ্যোগের আওতায়। পাশাপাশি নতুন প্রতিভাদের পাশে দাঁড়িয়ে তাঁদের ভবিষ্যৎ গড়ার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান তিনি। জ়ুবিনের স্বপ্নকেই বাস্তব রূপ দিতে চায় এই ট্রাস্ট।

এখানেই শেষ নয়। জ়ুবিন গার্গের সৃষ্টিকে ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখতেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে তাঁর গান কাজ এবং শিল্পীসত্তার সংরক্ষণ করা হবে। এছাড়াও জ়ুবিনের জীবন ও কর্ম নিয়ে গবেষণার জন্য আলাদা একটি গবেষণা শাখা তৈরির কথাও ঘোষণা করেন গরিমা শইকীয়া।

উল্লেখ্য ২০২৫ এর ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে মর্মান্তিক ভাবে প্রয়াত হন জ়ুবিন গার্গ। তাঁর দেহ অসমে ফিরতেই রাজ্য জুড়ে নেমে আসে শোকের ছায়া। রাস্তায় মানুষের ঢল নামে এবং গোটা অসম স্তব্ধ হয়ে যায়। আজও তাঁর মৃত্যু নিয়ে তদন্ত চলছে এবং ইতিমধ্যেই একাধিক গ্রেফতার হয়েছে। এই নতুন ট্রাস্ট যেন সেই শোককে রূপ দেয় সৃষ্টির পথে।

Piya Chanda

                 

You cannot copy content of this page