নতুন বছরের শুরুতেই আবারও চর্চার, জি বাংলার ‘জোয়ার ভাঁটা’র (Jowar Bhanta) জনপ্রিয় জুটি আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং অভিষেক বীর শর্মা (Abhishek Veer Sharma)। ধারাবাহিকে তাঁদের অনায়াস অভিনয় যেমন মন জয় করেছে, তেমনই ক্যামেরার বাইরে তাঁদের সমীকরণও নজর কেড়েছে। শুটিং সেটে হোক বা বিভিন্ন অনুষ্ঠানে, একে অপরের সঙ্গে তাঁদের স্বচ্ছন্দ ব্যবহার, মজার খুনসুটি আর হালকা ঠাট্টা দর্শকদের মধ্যে আলাদা কৌতূহল তৈরি করেছে। পর্দায় যে স্বাভাবিক বোঝাপড়া দেখা যায়, সেটারই কি ছায়া পড়ে বাস্তব জীবনেও? এমনটাই মনে করছেন অনেকেই।
তাই নতুন কোনও ভিডিও বা ছবি সামনে এলেই, তা নিয়ে আলোচনা শুরু হতে সময় লাগে না। এর আগেও সমুদ্র সৈকতে ঘোরার একটি ভিডিও ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল, যদিও পরে দু’জনেই জানিয়েছিলেন যে তাঁদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ। তবুও আলোচনা থেমে থাকেনি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে খেলাচ্ছলে বলা কিছু কথা নতুন করে আগুনে ঘি ঢালে। এদিকে, নতুন বছরে সামনে আসা আরও একটি ভিডিওতে তাঁদের প্রতিক্রিয়া অনেকের কাছেই ইঙ্গিতপূর্ণ বলেই মনে হয়েছে!
প্রসঙ্গত, ধারাবাহিকের গল্পে বর্তমানে দেখা যাচ্ছে, নিউ ইয়ার পার্টি আয়োজন করা হয়েছে। সেখানে সবাই আনন্দে মেতে উঠেছে, তবে এই পার্টি মূলত ঋষিকে কেন্দ্র করেই। ঋষির অতীতের একটা ট্রমা ভোলাতেই উজির এই পরিকল্পনা। এই পর্বে ঋষি ও উজিকে দারুন সুন্দর লেগেছে দর্শকদের। উজি মানে আরাত্রিকাকে দেখা গেল গোলাপী রঙের পোশাকে একদম পরীর মতো আর অভিষেক পড়েছিলেন, সাদা রঙের কোট। এদিন শুটিংয়ের ফাঁকে সাংবাদিকদরা অভিষেককে প্রশ্ন করে যে পর্দার বউকে এই সাজে কেমন লাগছে?
অভিষেক বলে, “আরাত্রিকা একটু বেশীই হট! আমি ভাষা হারিয়ে ফেলেছি!” সাথে তিনি আরও যোগ করেন, “সব ঠিক আছে কিন্তু একটু লেটে বোঝে কথাগুলো। আমি ধারাবাহিক শুরুর দিকে কিছু কথা বলেছিলাম, আজ সেই কথার অর্থ বুঝতে পেরেছে!” অন্যদিকে, আরাত্রিকাকেও একই প্রশ্ন করা হলে সে বলে, “ঋষি ব্যানার্জি তো পুরো পশ্চিমবঙ্গের ক্রাস হয়ে গেছে! ওকে নিয়ে আর কি বলব, সব মেয়েরাই এখন ওর মতো বড় চাইছে। সেই জন্যই বোধহয় ঋষি-উজির প্রেমে নজর লেগেছে!
আরও পড়ুনঃ এতদিনের কানাঘুষোর পর অবশেষে প্রকাশ্যে সৌমি-দেবজ্যোতির সম্পর্ক! নতুন বছরের পোস্টেই মিলল ইঙ্গিত, ভাইরাল ছবি!
আমাদের এত রোমান্টিক দৃশ্য করার কথা ছিল না কিন্তু! শুধুমাত্র সবাই আমাদের এই জুটিকে এতটা ভালোবাসা দিচ্ছেন বলেই আমরা করছি।” শেষে আরাত্রিকা যোগ করে, নতুন বছরে নিয়মিত শরীর চর্চা করবে ঠিক করেছে। কারণ, ধারাবাহিকের এই প্রথম ওয়েস্টার্ন জামা পরে নিজেকে মোটা লাগছে তার! এই কথার পরিপ্রেক্ষিতে এক সাংবাদিক বলে ওঠেন, ‘বিয়ের জল গায়ে পড়লে মোটা হওয়াটা স্বাভাবিক!’ আর সেটা শুনে অদ্ভুত লজ্জা পায় আরাত্রিকা ও অভিষেক! সব মিলিয়ে, পর্দায় হোক বা পর্দার বাইরে, এই জুটিকে ঘিরে যে আলাদা টান তৈরি হয়েছে তা এখন আর অজানা নয়।
