জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সারেগামাপার মঞ্চ কাঁপানো থেকে ‘কিশোরী’ গানের কণ্ঠ, থামছে হঠাৎই! খ্যাতির শিখরে উঠে, গান থামানোর ঘোষণা আরাত্রিকা সিনহার! কী ঘটছে তাঁর জীবনে?

অল্প বয়স, কিন্তু গলায় আত্মবিশ্বাস—বাঁকুড়ার মেয়ে আরাত্রিকা সিনহা খুব অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। টেলিভিশনের পর্দা পেরিয়ে রাজ্যের নানা প্রান্তে মঞ্চ অনুষ্ঠান, প্রশংসা আর ব্যস্ততার মাঝেই তাঁর নাম ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময়েই আচমকা এক ঘোষণায় থমকে গেল চর্চা—গানের দুনিয়া থেকে সাময়িক ‘বিরতি’ নিচ্ছেন তিনি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?

সারেগামাপা-র পর আরাত্রিকাকে দেখা গিয়েছে একের পর এক অনুষ্ঠানে। ছোট বয়সেই যেভাবে গানকে আপন করে নিয়েছিলেন, তাতে অনেকেই ভেবেছিলেন পড়াশোনা হয়তো খানিকটা পিছিয়ে যাবে। কিন্তু বাস্তবে ছবিটা একটু আলাদা। গানের পাশাপাশি স্কুল, টিউশন—সব সামলাতে গিয়ে সময়ের অভাব যে তৈরি হয়েছিল, সেটাও অস্বীকার করেননি তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টেই বিষয়টি পরিষ্কার করেন আরাত্রিকা। সেখানে তিনি লেখেন, প্রায় দেড় মাসের জন্য সব ধরনের গান থেকে বিরতি নিচ্ছেন। কারণ একটাই—সামনেই মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বোর্ড পরীক্ষাকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। এই সময়টুকু পুরোপুরি পড়াশোনার জন্যই রাখতে চান।

এর আগেও এক সাক্ষাৎকারে আরাত্রিকা খোলাখুলি বলেছিলেন, সারেগামাপা চলাকালীন নিয়মিত পড়াশোনা করা সম্ভব হয়নি। ফাইনালের পর বাড়ি ফিরে পড়াশোনার রুটিনে ফিরতে বেশ চাপ অনুভব করেছিলেন। স্কুল, টিউশন, পড়া—পুরনো ছকে ফেরাটা সহজ ছিল না, তবে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন বলেই জানান।

তবে গান থেকে যে তিনি দূরে সরে যাচ্ছেন, তা নয়। ইতিমধ্যেই রবীন্দ্রসঙ্গীত ‘জীবন যখন শুকায়ে যায়’-এ প্লেব্যাক করেছেন তিনি। ভবিষ্যতে ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করার ইচ্ছাও রয়েছে। আরাত্রিকার কথায় স্পষ্ট—গান আর পড়াশোনা, দুটোই তাঁর জীবনের সমান গুরুত্বপূর্ণ অংশ। এখন শুধু সময়টা ঠিক করে নেওয়ার পালা।

Piya Chanda

                 

You cannot copy content of this page