গ্রামের সহজ সরল মেয়ে কুসুমের জীবন বদলে যায় আচমকাই। পরিস্থিতির চাপে সে জড়িয়ে পড়ে শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে শৌর্যের সঙ্গে এক বৈবাহিক সম্পর্কে। সেখান থেকেই শুরু হয় এক নতুন যাত্রা। সম্পর্কের টানাপোড়েন পেরিয়ে গল্প ধীরে ধীরে এগোচ্ছে আবেগ আর বিশ্বাসের পথে। দর্শক এখন দেখছেন কুসুম ও শৌর্যের কাছাকাছি আসার মুহূর্তগুলি।
এই চরিত্রে অভিনয় করছে তনিষ্কা তিওয়ারি। বয়সে সে এখনও স্কুলের ছাত্রী হলেও পর্দায় তার অভিনয়ে রয়েছে পরিণত ভাব। বিশেষ করে নায়কের সঙ্গে তার প্রেমের দৃশ্য ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। বাস্তব জীবনে এত কম বয়সে এমন দৃশ্যে অভিনয় করা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। সেই অভিজ্ঞতার কথাই অকপটে ভাগ করে নিল তনিষ্কা।
অভিনেত্রীর কথায় প্রথম দিন থেকেই ইউনিটের সবাই তাকে যথেষ্ট যত্নে রেখেছেন। পরিচালক প্রতিটি দৃশ্য আগেভাগে বুঝিয়ে দেন। অভিনয়ের আগে তার মতামত নেওয়া হয় সে কতটা স্বচ্ছন্দ। কোনও দৃশ্যে অস্বস্তি হলে চিত্রনাট্য বদলাতেও পিছপা হন না নির্মাতারা। এই পারস্পরিক বোঝাপড়াই তাকে আত্মবিশ্বাস দিয়েছে। তাই প্রেমের দৃশ্যে অভিনয় করতে তার আর ভয় লাগে না।
তনিষ্কা শুধু অভিনয়েই থেমে থাকতে চায় না। পড়াশোনাকেও সমান গুরুত্ব দেয় সে। ভবিষ্যতে নিজেকে অভিনেত্রী হিসেবেই দেখতে চায় তবে শিক্ষার ভিত মজবুত রাখতে চায়। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মনোবিজ্ঞান ইতিহাস দর্শন নিয়ে পড়ার ইচ্ছা তার। শুটিংয়ের ফাঁকে একটু সময় পেলেই হাতে তুলে নেয় বই।
আরও পড়ুনঃ সারেগামাপার মঞ্চ কাঁপানো থেকে ‘কিশোরী’ গানের কণ্ঠ, থামছে হঠাৎই! খ্যাতির শিখরে উঠে, গান থামানোর ঘোষণা আরাত্রিকা সিনহার! কী ঘটছে তাঁর জীবনে?
স্নাতকস্তরে সে পড়তে চায় ফিল্ম স্টাডিজ় নিয়ে। ক্যামেরার সামনে ও পিছনের দুনিয়া দুটোকেই জানতে আগ্রহী তনিষ্কা। অভিনয় আর পড়াশোনা পাশাপাশি চালিয়ে নেওয়ার এই মানসিকতাই তাকে আলাদা করে তুলছে। কুসুম চরিত্রের মতোই বাস্তব জীবনেও ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠছে সে।
