জি বাংলার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori) শুরু হতেই দর্শকদের কাছে ফিরেছেন ‘বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়’ (Bishwarup Bandyopadhyay)। আধ্যাত্মিক আবহে আধুনিক গল্পের এই ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে গোরা চরিত্রটি, যেখানে বিশ্বরূপের অভিনয়ে এক ধরনের স্থিরতা আর ভেতরের টানাপোড়েন একসঙ্গে ধরা পড়ছে। স্ত্রীহারা মানুষের নিঃশব্দ যন্ত্রণা, স্মৃতির সঙ্গে বেঁচে থাকার অভ্যাসকে তিনি এমনভাবে ফুটিয়ে তুলছেন যে অনেক দর্শকই বলছেন, দৃশ্য বদলালেও চোখ সরাতে ইচ্ছে করে না!
গল্পের ছন্দ ধীর, কিন্তু আবেগ চাপিয়ে দেওয়া নয় আর এই জায়গাটাই হয়তো আলাদা করে নজর কাড়ছে। এই ধারাবাহিকের আর এক বড় আকর্ষণ অভিনেত্রী ‘পল্লবী শর্মা’ (Pallavi Sharma)। এখানে তিনি একেবারে ভিন্ন রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। একদিকে গোরার প্রথম স্ত্রী রূপমঞ্জুরি, যিনি গল্পে মৃ’ত। অন্যদিকে আধুনিকা অদ্বিতীয়া, যাঁর মুখ অবিকল রূপমঞ্জুরির মতো। একই মুখ, অথচ ভাবনা, আচরণ আর জীবনবোধে বিস্তর ফারাক!
এই সূক্ষ্ম পার্থক্যগুলো পল্লবী খুব সহজ ভঙ্গিতে তুলে ধরছেন। অফ-ক্যামেরা শুটিংয়ের ফাঁকে বিশ্বরূপকে নিয়ে তাঁর রসিক মন্তব্য ইতিমধ্যেই আলোচনায় এসেছে। এদিন পল্লবী বলেন, “বিশ্বরূপ যা বাউন্ডুলে, ওর জন্য এই চরিত্রটাই ঠিক আছে! খালি সংসার ছাড়ার তাগিদ, এই পালাই পালাই করে! কোন দিন তো আমার মনে হয়, বলবে আমি আর এইসব অভিনয় করব না, এবার জগৎ ছেড়ে সন্ন্যাস নিলাম!” পর্দার গোরার সঙ্গে বাস্তবের বিশ্বরূপের ফারাকটা বরাবরই কৌতূহলের জায়গা।
নাটকের মঞ্চ থেকেই তাঁর অভিনয়ের ভিত তৈরি, পরে ছোটপর্দায় আসা। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রে কাজ করে, প্রথম ছোটপর্দায় আলাদা করে নজরে এসেছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি একেবারেই প্রচারবিমুখ, নিরিবিলি থাকতে ভালোবাসেন। ক্যামেরার সামনে যতটা আবেগী, ক্যামেরার বাইরে ততটাই শান্ত। এখনও অবিবাহিত এই অভিনেতা, অবসর সময়ে ঘুরতে বেরিয়ে যান। সংসারে জড়াতে সত্যিই তাঁর বড় অনিহা, এই কথা তিনিই স্বীকার করেছেন!
আরও পড়ুনঃ ‘আমি কোনও দৃশ্যে স্বচ্ছন্দ না হলে চিত্রনাট্য ঘুরিয়ে দেওয়া হয়, প্রেমের দৃশ্যে অভিনয় করতে…’ তনিষ্কারও কি প্রেমের দৃশ্যে আপত্তি? ‘কুসুম’ হয়ে ওঠার চেষ্টা নিয়ে কী বললেন অভিনেত্রী?
অভিনেতার এই ব্যতিক্রমী ব্যক্তিত্বই যেন তাঁকে সহকর্মী আর দর্শক, দু’পক্ষের কাছেই আলাদা করে গ্রহণযোগ্য করে তুলেছে। পর্দার গোরা আর বাস্তবের বিশ্বরূপ, এই দুই সত্তার মধ্যে এত মিলই হয়তো তাঁকে এই ধারাবাহিকের নায়ক হিসেবে আরও আকর্ষণীয় করে তুলেছে। বর্তমানে আপাতত গোরার আর সংসার ত্যাগ হচ্ছে না! তবে, সত্যিই বিশ্বরূপ বাস্তবেও সন্ন্যাসী হবেন, নাকি অদ্বিতীয়ার মতোই কেউ বাস্তবেও টেনে এনে সংসারী করবে, সেটা সময়ই বলবে।
