দীর্ঘ বিরতির পর আবার ছোটপর্দায় ফিরেই চর্চার কেন্দ্রে অভিনেতা সৌরভ চক্রবর্তী। একসময় একের পর এক জনপ্রিয় ধারাবাহিকের নায়ক হিসেবে টলিপাড়ায় নিজের জায়গা পাকা করেছিলেন তিনি। মাঝখানে অভিনয় থেকে খানিক দূরে সরে পরিচালনার কাজে মন দিয়েছিলেন সৌরভ। তবে নতুন বছর শুরু হতেই ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের হাত ধরে ফের দর্শকের ঘরে ঘরে ফিরেছেন তিনি। এই ধারাবাহিকে তাঁর চরিত্র দীপ ইতিমধ্যেই আলাদা করে নজর কেড়েছে দর্শকের। গল্পের আবেগ, সম্পর্কের টানাপড়েন আর অভিনয়ের ছোঁয়ায় অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে এই কাহিনি।
নতুন বছরের শুরুতেই ধারাবাহিকটি টিআরপি তালিকার প্রথম পাঁচে জায়গা করে নেওয়ায় খুশির হাওয়া টিম জুড়ে। সাধারণত বহু অভিনেতাই বলেন যে তাঁরা টিআরপি নিয়ে খুব বেশি ভাবেন না। কিন্তু সৌরভ একেবারেই সোজাসাপটা উত্তর দিয়েছেন। তাঁর কথায় টিআরপি নিয়ে না ভাবলে তা ভুল বলা হবে। কারণ একটি ধারাবাহিকের সঙ্গে বহু মানুষের রুটি রুজি জড়িয়ে থাকে। টিআরপি ভাল না হলে গল্প কতদিন চলবে সেই প্রশ্ন উঠে আসে। তাই দর্শকের ভালবাসা আর সংখ্যার হিসেব দুটোকেই সমান গুরুত্ব দিতে হয় বলে মনে করেন তিনি।
অভিনয়জীবনের শুরুর দিকে একের পর এক হিট ধারাবাহিকের মুখ হিসেবে সৌরভ যে পরিচিতি পেয়েছিলেন তা অস্বীকার করার জায়গা নেই। এত বছর পরে আবার ছোটপর্দায় ফিরে আসার সময় সেই সাফল্যের চাপ কি অনুভব করেছিলেন তিনি। এই প্রশ্নের উত্তরে অভিনেতা অকপটে স্বীকার করেন যে বাড়তি চাপ ছিল। দর্শকের মনে প্রত্যাশা থাকে এবং সেই প্রত্যাশা পূরণ করার দায়বদ্ধতাও অনুভব করেছিলেন তিনি। তাই নতুন কাজ শুরু করার আগে থেকেই খানিকটা নার্ভাসনেস কাজ করছিল বলেও জানান সৌরভ।
এই সবের মাঝেই দর্শক মহলে আর ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন শুরু হয়। পর্দার দীপ আর ঝাঁপির রসায়ন এতটাই বাস্তব লাগছে যে অনেকেই ভাবতে শুরু করেছেন বাস্তব জীবনেও কি সৌরভ ও শুভস্মিতার মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। এই প্রসঙ্গে সৌরভ বেশ সংযত উত্তর দিয়েছেন। তিনি বলেন দর্শকের এই কল্পনাই আসলে অভিনেতাদের কাজকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। ভাল টিমওয়ার্ক আর বোঝাপড়া থাকলে ক্যামেরার সামনে সেই সম্পর্ক আপনাতেই ফুটে ওঠে।
আরও পড়ুনঃনস্টালজিয়া উস্কে ‘দেশু’র পর, এবার দেব-কোয়েল জুটির কামব্যাক! ‘খাদান ২’ ফিরছে এক প্রজন্মের অন্যতম পছন্দের জুটি! আপনারা কতটা উৎসাহী, ‘পাগলু’ জুটির পর্দায় ফেরা নিয়ে?
সব মিলিয়ে ‘লক্ষ্মী ঝাঁপি’ এখন এগোচ্ছে আত্মবিশ্বাসের সঙ্গে। চলতি সপ্তাহে ৬.৪ নম্বর পেয়ে টিআরপি তালিকার পঞ্চম স্থানে রয়েছে এই ধারাবাহিক। সৌরভ চক্রবর্তীর প্রত্যাবর্তন যে দর্শক মন ছুঁতে পেরেছে তা সংখ্যাই বলে দিচ্ছে। আগামী দিনে দীপ আর ঝাঁপির গল্প কোন দিকে মোড় নেয় সেই দিকেই এখন তাকিয়ে দর্শক।
