জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নস্টালজিয়া উস্কে ‘দেশু’র পর, এবার দেব-কোয়েল জুটির কামব্যাক! ‘খাদান ২’ ফিরছে এক প্রজন্মের অন্যতম পছন্দের জুটি! আপনারা কতটা উৎসাহী, ‘পাগলু’ জুটির পর্দায় ফেরা নিয়ে?

নতুন বছরের শুরুতেই মেগাস্টার ‘দেব’ (Dev) ঘোষণা করেছেন একাধিক ছবির। এই বছরেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’, যা নির্মিত হয়েছে করিমূল হকের জীবনী অবলম্বনে। এছাড়া, পুজোয় দেব-শুভশ্রী (Dev Subhashree) সপ্তম ছবি মুক্তি পাবে। এতদিন বাদে ‘দেশু’ (Desu) জুটির ফেরা নিয়ে স্বাভাবিকভাবেই দর্শকরা উত্তেজিত। তবে এই ছবির নাম বা গল্প সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দেব আরও জানিয়েছেন যে, ‘টনিক ২’ ছবিটির কাজও শুরু হয়েছে এবং মুক্তি পাবে বড়দিনে।

যেটা না বললেই নয়, অবশ্যই ‘খাদান ২’ (Khadaan 2) ছবিটি নিয়েও কথা চলছে। সামনের বছর মুক্তি পাবে বলেই জানা গেলেও, ‘দেশু’ চর্চায় একটা নাম আবারও দর্শকদের হৃদয়ে উঁকি দিচ্ছে! কে বলুন তো? ‘পাগলু’ জুটি, দেবে-কোয়েল (Dev Koel) বা অনেকের কথায় ‘দেকো’ (Deko)। প্রসঙ্গত, ২০০৮ সালের মাঝামাঝি সময়ে, দেব এবং কোয়েল মল্লিকের ‘প্রেমের কাহিনি’ এবং ‘মন মানে না’ বাংলার সিনেমাপ্রেমীদের হৃদয়ে এক বিশেষ জায়গা দখল করেছিল। সেই নস্টালজিয়া এখনও অনেকের মনে রয়ে গেছে।

আর এবার, আবারও সেই জুটি ফিরছে! অনেকদিন ধরেই তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে সর্বত্র। এমনকি দেব নিজেও কোয়েল মল্লিককে ‘খাদান ২’ ছবিতে দেখানোর ইঙ্গিত দিয়েছেন! আর তাতেই বেশকিছুদিন ধরে ‘দেশু’ জুটির কামব্যাকের পর, একই ভাবে ‘পাগলু’ জুটির কামব্যাকের জল্পনা শোরগোল ফেলেছে। তবে, এই জল্পনা কেন এতটা সত্যি? এদিন দেবের মন্তব্যের পর অনেকেই ধারণা করছেন, ‘খাদান ২’ ছবিতে কোয়েল যদি থাকেন, তবে এই প্রজন্মের এক পছন্দের জুটি আরও একবার দর্শকদের সামনে হাজির হতে পারে।

যদিও দেব স্পষ্টভাবে বলেছেন, তিনি কোয়েলের সঙ্গে আবার কাজ করতে উদগ্রীব। তাঁর ভাষায়, “কোয়েল যদি রাজি হয় এবং হ্যাঁ বলে, তাহলে ‘খাদান ২’ ছবিতে কোয়েলই হিরোইন! আর অন্য কেউ থাকবে না।” তার এই কথা থেকে পরিষ্কার, সবকিছু ঠিক থাকলে আরও একবার সেই পুরানো জুটির স্নিগ্ধ রসায়ন পর্দায় ফিরতে পারে। এদিকে ছবির প্রস্তুতি নিয়ে দেব বলেছেন, ছবিটির জন্য অনেক কিছুই করা হচ্ছে, কিন্তু সময় নিচ্ছেন যাতে ছবিটি যথাযথভাবে দর্শকদের সামনে উপস্থাপন করা যায়।

তিনি আরও জানান, ‘খাদান’-এর সাফল্যের পর থেকে তাঁর উন্নতির দরজা খুলে গেছে এবং একে একে আরও নতুন কিছু করার চিন্তা করছে। দেব নিজেই বলছেন, এবছর তিনি আরও ভালো কাজ করতে চান, এমন কিছু করতে চান যা আগে কখনও হয়নি! ২০১৫ সালের পর থেকে কোয়েল এবং দেবের জুটিকে দেখা যায়নি। তাই, যদি ‘খাদান ২’ ছবির মাধ্যমে এই জুটি আবার একসঙ্গে আসেন, তবে সেটা এক প্রজন্মের কাছে উদযাপনের থেকে কিছু কম হবে না! আপনারা কি দেখতে চান আবার এই জুটিকে?

Piya Chanda

                 

You cannot copy content of this page