জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) যেন প্রতি সপ্তাহে আগের থেকেও বেশি পিছিয়ে পড়ছে টিআরপির হিসেবে! এক সময় যে ধারাবাহিক বেঙ্গল টপার হয়েছিল, যারা প্রতিদিন বেড়ে চলা জনপ্রিয়তা দেখে ভয় পেত অন্যান্য ধারাবাহিক, তার আজকে এমন অবস্থা ভাবাচ্ছে অনেককেই! সেরা পাঁচে বিগত কয়েক সপ্তাহ ধরেই দেখা নেই, যদিও দশের মধ্যে আছে। কিন্তু হঠাৎ করেই এমন অবনতি কেন?
ধারাবাহিকের গল্পেই আছে, তার উত্তর! আসলে, অসমবয়সী প্রেমের গল্প হলেও আরও বেশি উত্তেজনা বাড়িয়েছিল পূর্বজন্মের যোগসূত্র। যেখানে শুরু থেকেই অপর্ণাকে রাজনন্দিনীর পুনর্জন্ম হিসেবে তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে যে মাঝে মাঝেই তার স্মৃতিতে ভেসে ওঠে অতীতের দৃশ্য। গল্পের নায়ক আর্যর প্রথম স্ত্রী ছিল রাজনন্দিনী। ঘটনাচক্রে সে মা’রা যাওয়ার পর অপর্না হয়ে ফিরেছে। কী তার মৃ’ত্যু রহস্য?
অপর্ণা কি জানতে পারবে নিজের অতীত? এইসব প্রশ্নই উৎসাহ বাড়িয়েছিল দর্শকদের মধ্যে। তবে, ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই মুখ্য চরিত্রের অভিনেতা এবং অভিনেত্রী তীব্র সংঘাত ধারাবাহিকের গল্পকেও প্রভাবিত করেছিল। অবশ্যই সেইসব এখন মিটে গেছে এবং নতুন অপর্ণার চরিত্রে যোগ দিয়েছেন নতুন অভিনেত্রী। ইতিমধ্যেই গল্পে আর্য এবং অপর্ণা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তবে, গল্প যেন ৩৬০ ডিগ্রি ঘুরে গেছে?
বর্তমানে আর স্মৃতিতে নয়, অপর্ণার মুখোমুখি দাঁড়াচ্ছে রাজনন্দিনী! যেখানে বরাবর অপর্ণাকেই রাজনন্দিনীর নতুন জন্ম বলে দাবি করা হয়েছে, সেখানে হঠাৎ করে রাজনন্দিনীর আত্মা তাঁর সামনে কী করে চলে আসছে সব সময়? কেন রাজনন্দিনী আর্য-অপর্ণার দূরত্ব মিটতে দিচ্ছে না? যখনই কাছাকাছি আসছে দু’জন, হঠাৎ তাঁকে দেখে অপর্ণা ভয়ে কাটা হয়ে যাচ্ছে! আর এখানেই দর্শকদের উত্তেজনায় ভাঁটা পড়ছে!
আরও পড়ুনঃ বসের একদৃষ্টে তাকানোতেই অশান্তি! পারুলকে অন্য পুরুষের সঙ্গে দেখে রায়ান ফুঁসছে ক্ষোভে! রায়ানের মনে হিংসের আ’গুন, এবার করাবে প্রেমের স্বীকারোক্তি? ‘পরিণীতা’য় জমে উঠছে গল্পের নতুন মোড়!
এই মুহূর্তে ধারাবাহিকের দর্শকরা নাকি খুব বিভ্রান্তির মধ্যে রয়েছেন! তাঁরা বুঝতে পারছেন না, আদলে গল্প কোন দিকে এগোচ্ছে? ২০ বছর পর, হঠাৎ রাজনন্দিনীর ভূত এলো কথা থেকে? অপর্ণা যদি রাজনন্দিনী না হয়, তাহলে সে কে? কেনই বা তার স্মৃতিতে অতীত ভেসে ওঠে? একাধিক প্রশ্ন উঠছে, সবার মনে! উত্তর যদিও অধরা, তবে এইসব বিভ্রান্তি যে জনপ্রিয়তায় আঘাত করছে তা বলাই বাহুল্য!
