জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’য় (Parineeta) গোপালের আকস্মিক মৃ’ত্যুর পর গল্প যে নতুন দিকে মোড় নিতে চলেছে, তার ইঙ্গিত মিলছে সাম্প্রতিক প্রোমোতে। যা নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল আর উত্তেজনা তুঙ্গে! শোকের আবহ কাটিয়ে উঠতে না উঠতেই পারুলের জীবনে এক নতুন চরিত্রের প্রবেশ ঘটছে, আর সেখান থেকেই শুরু হচ্ছে নানা প্রশ্ন আর সম্ভাবনা।
প্রোমোতে দেখা যায়, সম্ভবত সরস্বতী পুজো উপলক্ষে মেতে উঠেছে বসু বাড়ির সবাই। পারুল সেখানেই দাদুর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে নতুন বস অনিরুদ্ধর। অনিরুদ্ধ চরিত্রটি পর্দায় আসামাত্রই যেন এক ধরনের উত্তেজনা তৈরি করেছে। প্রথম দেখায় মনে হয়, সে যেন পারুলের দিকেই বারবার তাকাচ্ছে, আর এই বিষয়টি রায়ানের চোখ এড়ায় না। তার মনে সন্দেহ দানা বাঁধে যে নতুন বসের আচরণের পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কি না।
কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়, যখন পারুল নিজেই লক্ষ্য করে এক ভিন্ন সত্য! অনিরুদ্ধের দৃষ্টি আসলে তার দিকে নয়। বরং পিছনে সিঁড়ি থেকে হলুদ শাড়ি পড়ে নেমে আসা রায়ানের পিসির দিকে! প্রসঙ্গত, ধারাবাহিক শুরু থেকেই রায়ানের পিসি, অভিনেত্রী ‘সৌমিলি বিশ্বাস’কে অবিবাহিত দেখানো হয়েছে। গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী চরিত্রের জীবনসঙ্গী হিসেবেই অনিরুদ্ধ আসতে চলেছে এবার। এই নতুন সমীকরণই গল্পে বাড়তি রসদ জোগাচ্ছে।
উল্লেখ্য, পারুল বুঝতে পেরেছে রায়ান হিংসায় জ্ব’লে পু’ড়ে যাচ্ছে বসের তাঁর দিকে তাকানো দেখে। তবে, সত্যিটা জানা সত্বেও পারুল ঠিক করে যে রায়ানকে আর একটু জ্বা’লাবে! এবার পারুলের মাথায় কি দুষ্টু বুদ্ধি চলছে, সেটাই দেখার পালা। এদিকে অনিরুদ্ধের সঙ্গে পিসির যোগসূত্রের সম্ভবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুজনের মধ্যে কি অতীতের কোনও সম্পর্ক রয়েছে? নাকি নতুন করেই হবে সবটা শুরু? পারুল কি তবে পিসিমণিকে নতুন জীবন দিতে পারবে?
আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান! অবশেষে জানা গেল বিয়ের তারিখ! কোন বিশেষ পরিকল্পনা নিয়ে কবে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী অনন্যা গুহ ও ইউটিউবার সুকান্ত কুণ্ডু?
তার উত্তর যদিও পরবর্তী পর্বগুলিতেই পাওয়া যাবে। তবে, দর্শকেরা ধরে নিচ্ছেন যে এই ট্র্যাক ভবিষ্যতে গল্পকে আরও আকর্ষণীয় করে তুলবে। যদিও রুক্মিণীর বিধ’বা হয়ে যাওয়া এবং গোপালের মৃ’ত্যু এখনও পর্যন্ত দর্শক মানতে পারেননি। আর তাঁর প্রভাব স্বাভাবিক ভাবেই টিআরপি তালিকায় স্পষ্ট। ভবিষ্যৎ কী হতে চলেছে, সব প্রশ্নের উত্তর পেতে হলে ধারাবাহিকের গল্পের দিকেই তাকিয়ে থাকতে হবে দর্শকদের।
