টেলিভিশনের পর্দা হোক কিংবা ডিজিটাল দুনিয়া—দু’জনের আলাদা আলাদা পরিচিতি থাকলেও বাস্তব জীবনে তাঁদের গল্পটা ধীরে ধীরে জায়গা করে নিয়েছে অনুরাগীদের মনে। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা চলেছে, কখনও আড়ালে, কখনও আবার খোলাখুলি। তবে একটা প্রশ্ন বারবারই ঘুরে ফিরেছে—কবে চার হাত এক হবে? অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সময় যেন সত্যিই এগিয়ে এসেছে এক নতুন অধ্যায়ের দিকে।
অভিনেত্রী অনন্যা গুহ এবং জনপ্রিয় ইউটিউবার ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর সুকান্ত কুণ্ডুর সম্পর্কের কথা আজ আর কারও অজানা নয়। দীর্ঘ কয়েক বছরের প্রেমের পর গত বছর ধুমধাম করে বাগদান সারেন এই জুটি। তখন থেকেই ইঙ্গিত মিলেছিল, খুব বেশি দেরি নেই শুভদিনের। যদিও বাগদানের পর বেশ কিছু সময় বিয়ের দিনক্ষণ নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। সেই অনিশ্চয়তাই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছিল অনুরাগীদের মধ্যে।
সম্প্রতি সেই কৌতূহলের অবসান ঘটল একেবারে প্রকাশ্য মঞ্চে। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চেই সামনে এল সুখবর। সেখানেই জানানো হয়, আগামী ৯ই মার্চ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সুকান্ত এবং অনন্যা। শোনা যাচ্ছে, গত ২৫শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তুতির প্রথম ধাপও সেরে ফেলেছেন তাঁরা। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে শুভকাজের তোড়জোড়।
জানা যাচ্ছে, সম্পূর্ণ বাঙালি রীতি মেনেই হবে বিয়ের সমস্ত অনুষ্ঠান। কোনও আধুনিক চমক নয়, বরং সাবেকিয়ানার ছোঁয়াতেই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে চান দু’জনেই। ফাল্গুনের আবহে লাল বেনারসিতে সেজে বিয়ের পিঁড়িতে বসবেন অনন্যা। সাবেকি বাঙালি কনের সাজেই দেখা যাবে তাঁকে। অন্যদিকে, সুকান্তও বেছে নিয়েছেন ট্র্যাডিশনাল পাঞ্জাবি। খাবারের মেনুতেও থাকছে খাঁটি বাঙালি স্বাদের আয়োজন, যাতে অতিথিদের জিভে জল আসবেই।
আরও পড়ুনঃ সবাইকে টেক্কা দিয়ে ফের শীর্ষে ‘পরশুরাম’! গল্পে বড় টুইস্টেও ছিটকে গেল ‘পরিণীতা’, আসতে না আসতেই নজরকাড়া পারফরম্যান্স পল্লবী শর্মার! বাকিরা কোথায়?
উল্লেখযোগ্য বিষয় হল, আগামী মাসেই ২২ বছরে পা দিতে চলেছেন অনন্যা গুহ। জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়েই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। কাজের ব্যস্ততা, জনপ্রিয়তা—সব কিছুর মাঝেই নিজেদের মতো করে এই মুহূর্তটাকে উপভোগ করতে চান সুকান্ত ও অনন্যা। অনুরাগীদের কাছেও এই বিয়ে নিঃসন্দেহে এক আবেগের মুহূর্ত। পর্দার মিষ্টি মুখ আর বাস্তব জীবনের এই নতুন যাত্রা—সব মিলিয়ে মার্চের শুরুতেই টলিউডে থাকছে খুশির আমেজ।
