জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সবাইকে টেক্কা দিয়ে ফের শীর্ষে ‘পরশুরাম’! গল্পে বড় টুইস্টেও ছিটকে গেল ‘পরিণীতা’, আসতে না আসতেই নজরকাড়া পারফরম্যান্স পল্লবী শর্মার! বাকিরা কোথায়?

বাংলা টেলিভিশনের বিনোদন জগতে প্রতিদিনই দর্শকদের মনোরঞ্জনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে প্রথম সারির চ্যানেলগুলি। জি বাংলা (Zee Bangla) ও স্টার জলসা (Star Jalsha) দীর্ঘদিন ধরেই নানান স্বাদের ধারাবাহিক এনে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে গল্প, আবেগ আর নাটকের মেলবন্ধন। পারিবারিক গল্প থেকে সামাজিক টানাপোড়েন—সব মিলিয়ে এই ধারাবাহিকগুলিই দিনের শেষে দর্শকের প্রধান বিনোদনের সঙ্গী হয়ে ওঠে।

কিন্তু এত ধারাবাহিকের ভিড়ে কোন গল্প দর্শকের হৃদয়ে জায়গা করে নিচ্ছে, আর কোনটি সেই দৌড়ে পিছিয়ে পড়ছে—তা নিয়ে শুরু হয় টিআরপির (TRP) লড়াই। চরিত্রের গ্রহণযোগ্যতা, গল্পের গতি, টুইস্ট ও আবেগ—সব কিছুর পরীক্ষাই হয় সাপ্তাহিক টিআরপি তালিকায়। কোন ধারাবাহিক দর্শকের আপন হয়ে উঠছে, আর কোনটি মন জয় করতে পারছে না, সেই উত্তরই দেয় এই রেটিং।

৮ই জানুয়ারির ক্যাটাগরির টপ ৫ তালিকায় এবার শীর্ষে উঠে এসেছে ‘পরশুরাম’। ৭.৩ রেটিং নিয়ে এই ধারাবাহিক কার্যত বাজিমাত করেছে। অল্প ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাঙামতি’ ও ‘বিদ্যা ব্যানার্জি’, যার প্রাপ্তি ৭.২। তৃতীয় স্থানে যুগ্মভাবে জায়গা করে নিয়েছে ‘পরিণীতা’ ও ‘ও মোর দরদিয়া’, দু’টিরই রেটিং ৭.১।

চতুর্থ স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’, যার টিআরপি ৬.৮। পঞ্চম স্থানে থেকে তালিকা সম্পূর্ণ করেছে ‘লক্ষ্মী ঝাঁপি’, প্রাপ্ত রেটিং ৬.৪। প্রতিটি ধারাবাহিকই নিজেদের জায়গা ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ টিআরপি তালিকা—

১) পরশুরাম – ৭.৩
২) রাঙামতি, বিদ্যা ব্যানার্জি – ৭.২
৩) পরিণীতা, ও মোর দরদিয়া – ৭.১
৪) তারে ধরি ধরি মনে করি – ৬.৮
৫) লক্ষ্মী ঝাঁপি – ৬.৪

Piya Chanda

                 

You cannot copy content of this page