বহু বছর পর যেন আবার পুরনো শীতের আমেজ ফিরেছে পশ্চিমবঙ্গে। ডিসেম্বর-জানুয়ারির মাঝামাঝি সময়ে এমন কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল হাওয়া—সব মিলিয়ে শহর কলকাতা থেকে শুরু করে জেলা জুড়ে শীত উপভোগে মেতেছেন সাধারণ মানুষ। সকালে লেপ-কম্বল ছেড়ে উঠতে কষ্ট, সন্ধ্যার পর রাস্তাঘাট দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে। গত কয়েক বছরে যে শীতের অভাব ছিল, এ বছর তার ঘাটতি পূরণ হয়েছে বলেই মত আবহাওয়াবিদদের একাংশের।
এই শীতের মধ্যেই বক্স অফিসে ভালো ছন্দে এগোচ্ছে অভিনেত্রী কোয়েল মল্লিক অভিনীত ছবি ‘মিতিন একটি খুনের সন্ধানে’। শীতের ছুটির আমেজে পরিবার-বন্ধুদের নিয়ে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দর্শকরা। দীর্ঘদিন পর কলকাতার একাধিক হলে ভালো সিট পড়ছে, যা গত কয়েক বছরে খুব একটা চোখে পড়েনি। ছবির বিষয়বস্তু ও কোয়েলের উপস্থিতি—দুটোই দর্শক টানার বড় কারণ হয়ে উঠেছে।
টলিউডের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য অভিনেত্রী কোয়েল মল্লিক দীর্ঘ কেরিয়ারে নানা ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। বাণিজ্যিক ছবি থেকে শুরু করে কনটেন্টনির্ভর সিনেমা—সব ক্ষেত্রেই তাঁর গ্রহণযোগ্যতা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে কাজের পাশাপাশি পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি।
এমনই এক মুহূর্তের কথা ভাগ করে নিয়ে কোয়েল জানিয়েছেন, এবারের শীত তাঁকে রীতিমতো চমকে দিয়েছে। অভিনেত্রীর কথায়, প্রতিদিন সকালবেলা তিনি বাবাকে ভিডিও কল করেন। স্ক্রিনে বাবাকে দেখেই মনে হয় যেন তিনি হিমালয়ের কাছাকাছি কোথাও রয়েছেন—এতটাই মোটা শীতের পোশাকে নিজেকে ঢেকে রাখছেন।
আরও পড়ুনঃ বিশ্ব মঞ্চের তারকা শ্রেয়া ঘোষাল! অর্থ আর খ্যাতির সাগরে ডুবেও, সাদামাটা বাঙালিয়ানা প্রতি গভীর টান! গায়িকা কীভাবে রক্ষা করছেন তাঁর শিকড়ের ঐতিহ্য?
শুধু তাই নয়, কোয়েল আরও জানান, সুইজারল্যান্ডে শুটিংয়ের সময় যে ভারী শীতের পোশাকগুলি তিনি ব্যবহার করেছিলেন, সেগুলিই এখন কলকাতায় পরতে হচ্ছে। এমনকি রাতে মোজা পরে ঘুমোতেও যেতে হচ্ছে, যা তিনি আগে কখনও করেননি। সব মিলিয়ে এই শীতকে তিনি বেশ উপভোগ করছেন বলেই জানিয়েছেন অভিনেত্রী। তাঁর অনুভূতিতে, কলকাতায় বসেই যেন সুইজারল্যান্ডের আমেজ পাচ্ছেন তিনি।
