জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জীবনের নতুন অধ্যায়ে পা, এবার ঠাকুমা হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়! বছরের শুরুতেই নাতনি লাভ, দেবের সহ-অভিনেত্রীর!

ধারাবাহিক ‘ফুলকি’ শেষ হওয়ার আগেই যেন নতুন কাজের স্রোতে ভাসছেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। এক চরিত্র শেষ হতে না হতেই তাঁর ঝুলিতে এসেছে একের পর এক গুরুত্বপূর্ণ প্রজেক্ট। ছোট পর্দার পরিচিত মুখ থেকে এ বার সরাসরি সৃজিত মুখোপাধ্যায়ের সেটে পা রাখলেন তিনি। শুটিং শুরুর আগেই প্রকাশ্যে এসেছে তাঁর নতুন কাজের খবর, যা ঘিরে দর্শকের কৌতূহল তুঙ্গে।

এই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন দিব্যাণী। এই সিরিজে তাঁকে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাতনির চরিত্রে। অভিজ্ঞ এই অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করার সুযোগ পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত তিনি। দিব্যাণীর কথায়, এমন একটি চরিত্র তাঁর কাছে যেমন দায়িত্বের, তেমনই স্বপ্নপূরণের মতো। চরিত্রটি আলাদা ভাবে নিজেকে মেলে ধরার সুযোগ এনে দিয়েছে।

কলকাতার বাইরে বড় হওয়া দিব্যাণীর জীবনপথ খুব একটা সহজ ছিল না। পড়াশোনার সূত্রে তিনি কলকাতায় আসেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে করতেই ধারাবাহিকে কাজ শুরু করেন। পরিবারে কেউ বিনোদন জগতের সঙ্গে যুক্ত না হলেও নিজের পরিশ্রম আর অধ্যবসায়েই জায়গা করে নিয়েছেন তিনি। অভিনেত্রী মনে করেন, এই সুযোগ পাওয়া সৌভাগ্যের, তবে তা ধরে রাখার দায়িত্বও তাঁরই।

শ্রাবন্তীর সঙ্গে প্রথম আলাপের মুহূর্ত এখনও আবেগে ভরিয়ে তোলে দিব্যাণীকে। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম দেখা হলেও পরে লুক সেটে তাঁদের ঘনিষ্ঠ আলাপ হয়। দিব্যাণীর কথায়, এত মিষ্টি এবং সুন্দর একজন মানুষকে পর্দায় ঠাকুমা হিসেবে পাওয়া সত্যিই বিশেষ অভিজ্ঞতা। সেই প্রথম আলাপচারিতা তিনি আজীবন মনে রাখতে চান।

এই মুহূর্তে দিব্যাণী ব্যস্ত রয়েছেন ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবির শুটিংয়ে। এই কাজ শেষ করেই তিনি যোগ দেবেন নতুন ওয়েব সিরিজের শুটিংয়ে, যার পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন চক্রবর্তী। একের পর এক ভিন্ন স্বাদের চরিত্রে নিজেকে প্রমাণ করার লক্ষ্যেই এগোচ্ছেন দিব্যাণী। সুযোগ যেমন আসছে, তেমনই মন দিয়ে কাজ করে নিজের জায়গা আরও পোক্ত করতে চান তিনি।

Piya Chanda

                 

You cannot copy content of this page