সামনেই ভালবাসার মাস, আর এই সময়টা অনেকেই পছন্দ করে মনের মানুষকে প্রকাশ্যে আনতে বা সম্পর্কের স্বীকৃতি দিতে। সেরকমই নাকি একবার, টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী ‘রণজয় বিষ্ণু’ (Ranojoy Bishnu) এবং ‘শ্যামৌপ্তি মুদলি’ (Shyamoupti Mudly) নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন! যদিও এদের সম্পর্ক নিয়ে শুরু থেকেই নানা গুঞ্জন ছড়িয়েছে, তবে এবার তারা সেই সম্পর্ককে আরও দৃঢ় করতে প্রস্তুত।
প্রসঙ্গত, স্টার জলসার ‘গুড্ডি’ ধারাবাহিকের সময় থেকেই তাদের বন্ধুত্বের শুরু। প্রথমে সম্পর্ক ছিল শুধুই সহশিল্পীর, সময়ের সাথে সাথে সেটি রূপ নিয়েছে গভীর এক বন্ধনে। রণজয় এবং শ্যামৌপ্তি দুজনেই নিজেদের মধ্যে কোনও রকমের বিশেষ সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি কখনও। তবে তাঁদের অনস্ক্রিন রসায়ন ধীরে ধীরে অফস্ক্রিনেও দৃঢ় হয়ে ওঠে যেন কারোর নজর এড়ায়নি! সর্বত্রই তাদের একসঙ্গে দেখা গেলে, প্রেম-বিয়ে নিয়ে সবার মধ্যে আগ্রহ দেখা যেত।
সম্প্রতি, সাংবাদিকরা প্রশ্নও করেছিল তাঁদের, যে বিয়েতে কি মেনু হবে? রসিকতা করে রনজয় বলেছিলেন, যা খেতে চাইবে সব নাকি তিনি খাওয়াবেন! এরই মধ্যে খবর মিলেছে, রণজয় এবং শ্যামৌপ্তি নিজেদের সম্পর্ককে অবশেষে সামাজিক স্বীকৃতি দিতে চলেছেন। আর এই নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের অন্ত নেই। একে অপরের প্রতি তাদের পরিপূর্ণ আস্থা আর ভালোবাসা যে ছিল, তা সবাই বুঝতে পেরেছিল। তবে সম্পর্কের বয়সের তফাৎ নিয়ে এক সময় বিতর্কের মুখেও পড়তে হয়েছিল তাদের।
কিন্তু সবসময় নিজেদের সম্পর্কের প্রতি বিশ্বাস রেখেছেন। এবার শোনা যাচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি একসঙ্গে জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি। যদিও বিয়েটা কোথায় হবে, সেই নিয়ে কিছু জানা যায়নি। তবে, দুজনের পরিবারকে নিয়ে ঘরোয়া পরিবেশেই অনুষ্ঠানটি সম্পন্ন হবে। তাদের সম্পর্ক নিয়ে যেভাবে দর্শকরা আগ্রহী, তেমনই তাদের জীবনের নতুন পথচলার জন্যও সবার মধ্যেই কৌতূহল।
আরও পড়ুনঃ ‘অনেক চরিত্র করেছি, কিন্তু এমন কখনও হয়নি!’ ‘একাত্ম হয়ে যাচ্ছি, নিজের মধ্যে পরিবর্তন অনুভব করছি!’ রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করতে গিয়ে, এ কেমন অভিজ্ঞতা? অভিনেত্রী অনিন্দিতা সাহা কপিলেশ্বরী, ভাগ করলেন অবশেষে!
উল্লেখ্য, প্রায় চোদ্দ বছরের বয়সের তফাত থাকা সত্ত্বেও, রণজয় এবং শ্যামৌপ্তি একে অপরের প্রতি শ্রদ্ধা রাখতে কখনও পিছপা হননি। তাঁদের ভালোবাসার এই গল্প আর প্রতিশ্রুতি এবার এক নতুন উজ্জ্বলতা নিয়ে আসছে দুটি হৃদয়ে। একে অপরের কাছে সবচেয়ে মূল্যবান হয়ে উঠবে। রণজয় ও শ্যামৌপ্তির নতুন জীবনের জন্য আমাদের পক্ষ থেকে রইল অশেষ শুভকামনা। তাদের ভালোবাসা ও সুখের এই যাত্রা সবসময় আনন্দ এবং সাফল্যে পরিপূর্ণ হোক।
