জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ শুরু থেকেই দর্শকদের মধ্যে আলাদা করে আগ্রহ তৈরি করেছিল। আর্য ও অপর্ণার আবেগঘন গল্প, পারিবারিক টানাপোড়েন আর রোমান্টিক মুহূর্ত—সব মিলিয়ে ধারাবাহিকটি খুব দ্রুতই দর্শকের ঘরের আপন হয়ে ওঠে। আর্য চরিত্রে জিতু কমল এবং অপর্ণা চরিত্রে প্রথমে দিতিপ্রিয়া রায়—এই জুটিকে দর্শক শুরু থেকেই ভালবেসে ফেলেছিলেন। টিআরপি তালিকাতেও ধারাবাহিকটি একসময় ভালো জায়গা করে নিয়েছিল।
তবে পর্দার বাইরের কিছু অশান্তির কারণে ধারাবাহিকের গল্পে আসে বড় পরিবর্তন। জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে হওয়া ব্যক্তিগত ঝামেলার জেরেই অপর্ণা চরিত্রে বদল আনতে হয় নির্মাতাদের। হঠাৎ করে পরিচিত মুখের বদলে নতুন অভিনেত্রী আসা মানেই দর্শকের মন জয় করা সহজ নয়—এই বিষয়টি জানতেন ধারাবাহিকের সঙ্গে যুক্ত সকলেই।
এই কঠিন জায়গাতেই ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেছেন নতুন অপর্ণা, অভিনেত্রী শিরিন পাল। পর্দায় নতুন মুখ হলেও খুব অল্প সময়ের মধ্যেই দর্শক তাঁকে আপন করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও শিরিনের অভিনয় নিয়ে প্রশংসার বন্যা দেখা যাচ্ছে। অনেক দর্শকই বলছেন, নতুন অপর্ণার আবেগ ও সংযমী অভিনয় ধারাবাহিককে নতুন গতি দিয়েছে।
ঝাড়গ্রাম থেকে উঠে আসা শিরিন পালের কাছে অভিনয় একেবারেই নতুন কিছু নয়। তিনি নিজেই জানিয়েছেন, অভিনয় তাঁর রক্তে। তাঁর ঠাকুমা-দাদু থিয়েটার করেছেন, বাবা ঝাড়গ্রামের একটি থিয়েটার দলের ফাউন্ডার এবং মা স্ক্রিপ্ট লেখার সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই তাই মঞ্চ, সংলাপ আর অভিনয়ের পরিবেশে বড় হওয়া।
আরও পড়ুনঃ মঞ্চে আর গান নয়! এবার বাংলা ধারাবাহিকের পর্দায় জোজো মুখোপাধ্যায়! নতুন বছরেই পেশা পরিবর্তন, কোন গল্পে অভিনয় করবেন জনপ্রিয় গায়িকা?
অভিনেত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, দিতিপ্রিয়ার জায়গায় অপর্ণা হিসেবে আসাটা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ ছিল। তবু আত্মবিশ্বাস হারাননি তিনি। শিরিন বলেন, “টিভিতে আমাকে দেখা যায় বলে আমি অতিমানব হয়ে যাইনি।” এই বক্তব্যেই ধরা পড়ে তাঁর সহজ-সরল মানসিকতা। এখন দেখার, নতুন অপর্ণা হিসেবে শিরিন পাল কতটা দীর্ঘদিন দর্শকের ভালবাসা ধরে রেখে ধারাবাহিকটিকে এগিয়ে নিয়ে যেতে পারেন।
