টলিপাড়ায় অল্প সময়ের মধ্যেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। প্রথম কাজ হিসেবে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিক তাঁকে এনে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা, এমনকি ধারাবাহিকের শেষেও টিআরপি তালিকার শীর্ষ পাঁচের মধ্যে থেকেছে। ছোটপর্দার পরিচিত মুখ থেকে তিনি এখন অনেকটাই ‘ঘরের মেয়ে’, যাঁকে নিয়ে কৌতূহল থামছেই না। ধারাবাহিকের সফর শেষ হলেও অঙ্কিতার কাজের গতি যে থামেনি, সেটা ইন্ডাস্ট্রির অন্দরমহল ভালোই জানে।
ছোটপর্দার কাজ শেষ হওয়ার আগেই বড়পর্দার ডাক পান অঙ্কিতা, এমনটাই শোনা যায় গত বছর। বিশেষ করে মহুয়া রায়চৌধুরীর জীবনীভিত্তিক ছবিতে তাঁকে মুখ্য চরিত্রে ভাবা হচ্ছে, এই খবর ঘিরে চর্চা তুঙ্গে ওঠে। প্রযোজকের তরফ থেকেও এক সময় এই বিষয়টি স্পষ্ট করা হয়েছিল। একই সঙ্গে দেবের আসন্ন ছবিতে অঙ্কিতার নাম জড়ানোয় আলোচনার পরিধি আরও বাড়ে। তবে বিনোদন জগতে যেমনটা হয়, সাফল্যের সঙ্গে সঙ্গে গুঞ্জনও আসে, অঙ্কিতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
সম্প্রতি তাঁকে নাকি একটি বড় প্রোজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে, এমন খবর ছড়াতেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। তবে এই পরিস্থিতিতে অঙ্কিতার প্রতিক্রিয়া ছিল যথেষ্ট সংযত। তিনি জানিয়ে দিয়েছেন, তাঁকে নিয়ে যেসব কথা রটছে তার কোনওটাই ঠিক নয়। বরং সামনে কী কাজ করবেন, তা নিয়েই তিনি এখন বেশি মনোযোগী। নিজের প্রস্তুতি এবং শেখার প্রক্রিয়াকে গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী আর খুব তাড়াতাড়িই নতুন কিছু নিয়ে দর্শকের সামনে আসবেন, এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।
মহুয়া রায়চৌধুরীর বায়োপিক প্রসঙ্গে অঙ্কিতা পরিষ্কার করেছেন, প্রোজেক্টের প্রস্তুতিমূলক কাজ এখনও চলছে। সব কিছু পরিকল্পনামাফিক এগোচ্ছে বলেই তাঁর দাবি। দেবের সঙ্গে ছবি করা নিয়ে যদিও তিনি প্রকাশ্যে কিছু বলতে চাননি। অন্যদিকে শোনা যাচ্ছে, দেবের অগস্টে মুক্তি পেতে চলা ছবিতে অঙ্কিতাকেই নায়িকা হিসেবে ভাবা হয়েছে, এমনকি প্রযোজকের কথাতেও সেই ইঙ্গিত মিলেছে। তবু এই দুই প্রোজেক্টের ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
আরও পড়ুনঃ মুক্তির আগে দর্শকের উৎসাহ থাকলেও, এখন ফাঁকা প্রেক্ষাগৃহ! ব্যতিক্রমী গল্পে ছবি বানিয়েও ব্যার্থ অঙ্কুশ-ঐন্দ্রিলা? চার দিনেই একাধিক শো বাতিল ‘নারী চরিত্র বেজায় জটিল’এর?
ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, বিভিন্ন প্রোজেক্টের সময়সূচি এবং কৌশলগত সিদ্ধান্তের কারণেই নাকি কিছু পরিবর্তনের ভাবনা চলছে। মহুয়া চরিত্রে অঙ্কিতাকে লঞ্চ করার আগে তাঁর অন্য ছবিতে কাজ করা নিয়ে প্রযোজকদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে বলেও গুঞ্জন। পাশাপাশি পরিচালকের নাম বদলানোর কথাও শোনা যাচ্ছে। দেব নিজেও সাম্প্রতিক সময়ে ছোটপর্দার অভিনেত্রীদের নিয়ে কাজ করতে আগ্রহী, সেই সূত্রেই অঙ্কিতার নাম উঠে আসে। তবে শেষ পর্যন্ত কোন পথে এগোবে এই ছবিগুলো, তা সময়ই বলবে।
