স্বামী ঋষির প্রেমে হাবুডুবু খাচ্ছে উজি। এই টানাপোড়েনের জেরে দিদি নিশার সঙ্গে দূরত্বও তৈরি হয়েছে। প্রতিদিন নতুন মোড় নিয়ে এগোচ্ছে জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাঁটা। দর্শকদের আগ্রহ বাড়ছে নায়ক নায়িকার সমীকরণ ঘিরে। অনেকেই মনে করছেন বাস্তব জীবনেও তাঁদের মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। এই জল্পনাই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।
এত আলোচনা থাকা সত্ত্বেও টিআরপি তালিকার প্রথম পাঁচে জায়গা করতে পারেনি এই ধারাবাহিক। শুটিংয়ের ফাঁকে এই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেতা অভিষেক বীর শর্মা। তাঁদের মতে, পর্দায় রসায়ন ভালো লাগলে দর্শকদের এমন ভাবনা আসাই স্বাভাবিক। এতে তাঁরা খুশিই। কারণ দর্শকের ভালোবাসাই তাঁদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
টিআরপি প্রসঙ্গে অভিষেক জানালেন, নম্বরের ওঠানামা অনেক বিষয়ের উপর নির্ভর করে। সম্প্রচারের সময় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। তাঁর বিশ্বাস, যদি এই ধারাবাহিকটি এমন সময়ে সম্প্রচারিত হত যখন সবচেয়ে বেশি দর্শক টেলিভিশনের সামনে থাকেন, তবে নিঃসন্দেহে এটি বেঙ্গল টপার হওয়ার দৌড়ে অনেক এগিয়ে যেত। গল্পের টান এবং অভিনয়ের শক্তিতেই তিনি আত্মবিশ্বাসী।
প্রতিদিন রাত নটা নাগাদ সম্প্রচারিত হয় জোয়ার ভাঁটা। একই সময়ে অন্য চ্যানেলে চলে জনপ্রিয় ধারাবাহিক চিরসখা। আরাত্রিকার মতে, এই প্রতিযোগিতার মধ্যেও যে নম্বর তাঁরা পাচ্ছেন, সেটাই অনেক বড় সাফল্য। ভিন্ন ধাঁচের গল্পের সঙ্গে টেক্কা দিয়ে নিজেদের জায়গা ধরে রাখা সহজ কাজ নয়। দর্শকের সমর্থনই তাঁদের এগিয়ে চলার প্রেরণা।
আরও পড়ুনঃ “যা হচ্ছে ভালোর জন্যই” মহুয়া রায়চৌধুরীর বায়োপিক ঘিরে ধোঁয়াশা, দেবের ছবি থেকেও বাদ? গুঞ্জনে ভেঙে পড়ে মুখ খুললেন ‘জগদ্ধাত্রী’, অঙ্কিতা মল্লিক!
এখন দর্শকদের কৌতূহল একটাই, নিশা ঋষি এবং উজির জীবনের গল্প কোন দিকে মোড় নেবে। সম্পর্কের টানাপোড়েন, আবেগের সংঘাত এবং নতুন চমক ধারাবাহিকটিকে আরও আকর্ষণীয় করে তুলছে। প্রতিটি পর্বের সঙ্গে বাড়ছে উত্তেজনা। আগামী দিনে এই গল্প কতটা নতুন রেকর্ড গড়তে পারে, সেদিকেই তাকিয়ে রয়েছে দর্শকমহল।
