কিছুদিন ধরেই টেলিভিশনের পর্দা থেকে শুরু করে সমাজ মাধ্যম, সর্বত্রই লোক চক্ষুর এক্কেবারে আড়ালেই ছিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ঘিরে হওয়া বিতর্ক, সহ-অভিনেতা জিতু কমলের (Jeetu Kamal) সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে একটা সময় তাঁকে মাঝপথেই সরে যেতে হয়েছিল চরিত্র থেকে। তখন থেকেই যেন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। না সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন, না সামাজিক মাধ্যমে নিজের মনের কথা বলেছেন।
শুধু এটুকুই জানিয়েছিলেন, একটু বিরতি দরকার, নিজের মতো করে সময় কাটাতে চান। এই বিরতির পেছনে যে মানসিক এবং শারীরিক ক্লান্তি কাজ করছিল, তা তখন অনেকটাই স্পষ্ট ছিল। ধারাবাহিকের শ্যুটিং সেটে সহ-অভিনেতার সঙ্গে দূরত্ব, কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া, এমনকি বডি ডবল দিয়ে দৃশ্য ধারণ, মিলিয়ে পরিস্থিতি ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠেছিল। প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় একসময় সমস্যা মেটানো হলেও, সেই শান্তি দীর্ঘস্থায়ী হয়নি। শেষমেশ দিতিপ্রিয়াই ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেন।
নিজের অসুস্থতার কথা জানিয়ে, এনওসি দেওয়ার ১৪ দিনের মাথায় ধারাবাহিক ছেড়ে দেয় না। তারপরেই যেন একটা লম্বা বিরতি, এই পুরো সময়টায় সমাজ মাধ্যমে জিতুর তরফে নানান ইঙ্গিতপূর্ণ পোস্ট এলেও, দিতিপ্রিয়ার তরফে ছিল সম্পূর্ণ নীরবতা। কাজের জগৎ থেকে সাময়িক দূরত্ব রেখে তিনি যে নিজেকে নতুন করে গুছিয়ে নিতে চেয়েছিলেন, তা বোঝা যাচ্ছিল। শুধু জানা গিয়েছিল, কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে আর একটু নিজের মতো করে বাঁচার চেষ্টায় আছেন তিনি। এবার সেই সফরের ছবিই ধীরে ধীরে সামনে আসছে!
এদিন সকালেই, সমাজ মাধ্যমে দিতিপ্রিয়ার সাম্প্রতিক পদক্ষেপ আলাদা করে নজর কাড়ল। দীর্ঘ নীরবতার পর হঠাৎই তিনি কয়েকটি ছবি ভাগ করে নিলেন সবার সঙ্গে। হলুদ পোশাকে, মুখভরা হাসি নিয়ে ধরা দিয়েছেন ক্যামেরায়। ছবির পেছনে পুরীর জগন্নাথ মন্দির। একদিকে ভক্তি, অন্যদিকে প্রশান্তির ছাপ স্পষ্ট ছিল তাঁর মুখে। ক্যাপশনে খুব বেশি কথা না বাড়িয়ে শুধু লিখেছেন, “জয় জগন্নাথ।” সেই সংক্ষিপ্ত শব্দেই যেন অনেকটা কথা বলে দিয়েছে তাঁর নীরবতাকে নিয়ে।
আরও পড়ুনঃ প্রায় ১২ বছর পর, ফের শুভশ্রী-অঙ্কুশ জুটি! প্রকাশ্যে ‘লক্ষ্মী এল ঘরে’ ছবির পোস্টার! কবে মুক্তি পাবে পর্দায়?
সব মিলিয়ে, আজকের এই সমাজ মাধ্যম পোস্টকেই অনেকেই দেখছেন দিতিপ্রিয়ার প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে। বিতর্ক, ক্লান্তি আর নীরবতার পর আবার নিজেকে আলোয় ফিরিয়ে আনার, যেন এক ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ চেষ্টা। আপাতত নতুন কাজের ঘোষণা না এলেও, সমাজ মাধ্যমে তাঁর এই উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে অভিনেত্রী ফিরেছেন। হয়তো ধীরে, নিজের শর্তে, কিন্তু নতুনভাবে শুরু করার মনোভাব নিয়েই। দিতিপ্রিয়াকে আবার নতুন কোনও ধারাবাহিকে দেখলে, খুশি হবেন আপনার?
