জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘অনুমতি ছাড়া ছবি নয়’ তন্বীকে নিয়ে পোস্টে ঘিরে জিতুর সঙ্গে সহ-অভিনেতা অভ্রজিতের চরম দ্বন্দ্ব! সোশ্যাল মিডিয়ায় কমেন্ট যুদ্ধ অব্যাহত! দিতিপ্রিয়া অধ্যায় মিটতেই শুরু নতুন বিতর্ক?

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ঘিরে আবারও আলোচনার ঝড় উঠেছে। কিছুদিন আগেই দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জীতু কমলের মতবিরোধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরগরম হয়েছিল দর্শকমহল। আপাতত সেই অধ্যায় বন্ধ, কারণ দিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়ে দিয়েছেন এবং নতুন মুখ হিসেবে এসেছেন শিরিন পাল। তবে নতুন করে বিতর্কের কেন্দ্রে জীতু, এবার সহঅভিনেতা অভ্রজিত চক্রবর্তীর সঙ্গে।

খবর অনুযায়ী, তন্বী ওরফে মীরার সঙ্গে একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করেই শুরু হয় এই বাওয়াল। অভ্রজিত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে জানান, তাঁর অনুমতি ছাড়া কেউ যেন তাঁর ছবি পোস্ট না করে। দীর্ঘদিন ধরে বন্ধুত্বের সম্মান বজায় রেখেই তিনি ছবি পোস্ট করা থেকে বিরত ছিলেন বলেও উল্লেখ করেন। তন্বী একজন মেয়ে, তাই বিষয়টিকে হালকাভাবে না নেওয়ার কথাও লেখেন তিনি।

এর জবাব দিতে দেরি করেননি জীতু। কমেন্টে তিনি বলেন, অনুমতি ছাড়া ছবি পোস্ট করা ঠিক নয়, তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তা করেন, অবশ্য শালীনতা বজায় রাখা দরকার। পাশাপাশি মজা করেই বলেন, তিনি অভ্রজিতকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন। কথার ভঙ্গিতে ছিল রসিকতা এবং পুরনো ঘটনার ইঙ্গিত, যা বিতর্কে নতুন মাত্রা যোগ করে।

তাতেই থামেননি অভ্রজিত। তিনি পাল্টা মন্তব্যে জানান, বিষয়টি তিনি কখনও ব্যক্তিগতভাবে নেননি এবং সবটাই ছিল মজার ছলে বলা। দর্শকরাই তাঁদের জীবনের অংশ, তাই এমন খুনসুটি স্বাভাবিক বলেই মনে করেন তিনি। একই সঙ্গে বন্ধুত্বের উষ্ণতাও প্রকাশ করেন, জানিয়ে দেন অন স্ক্রিন এবং অফ স্ক্রিন দুই জায়গাতেই জীতুকে তিনি সমান ভালোবাসেন।

সব মিলিয়ে এই কথার লড়াই আসলে বন্ধুত্বেরই আরেক রঙিন রূপ, যেখানে সামান্য ভুল বোঝাবুঝি মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে। সোশ্যাল মিডিয়ার যুগে তারকাদের প্রতিটি পোস্ট, কমেন্ট বা প্রতিক্রিয়া মুহূর্তে ভাইরাল হয়ে যায়। দর্শকরাও তাই কৌতূহল নিয়ে দেখছেন, এই মজার বাওয়াল শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page