টানা কয়েক বছর ধরে ছোট পর্দার দর্শকদের কাছে যাঁর মুখ একেবারে চেনা হয়ে উঠেছে, সেই অভিনেতা ‘অভিষেক বসু’ (Abhishek Bose) এবার নিজের কেরিয়ারে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন! একের পর এক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি ধীরে ধীরে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন ছোটপর্দায়। গত বছরের শেষই ইতি টেনেছে, তাঁর অভিনীত দীর্ঘদিনের হিট মেগা ‘ফুলকি’ (Phulki)। বিশ্রামের বদলে, বছরের শুরুতেই একেবারে ভিন্ন মাধ্যমে পা রাখার সিদ্ধান্ত নিলেন অভিনেতা, এবার তাঁর গন্তব্য ওটিটি!
এই নতুন যাত্রার ইঙ্গিত প্রথম মিলেছে তাঁর সমাজ মাধ্যমের পাতায়। আচমকাই ‘একেন বাবু পুরুলিয়া পাকড়াও’ সিরিজের স্ক্রিপ্টের ছবি পোস্ট করে ‘লোডিং’ লেখেন ক্যাপশনে অভিষেক। সেই পোস্ট ঘিরেই শুরু হয় জল্পনা। পরে অভিনেতা নিজেই জানিয়েছেন, এটিই তাঁর প্রথম ওয়েব সিরিজ। ছোট পর্দার পরিচিত জগৎ ছেড়ে এই নতুন অভিজ্ঞতা তাঁর কাছে একেবারেই আলাদা। বিশেষ করে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুযোগটা তাঁর কাছে বাড়তি পাওনা বলেই মনে করছেন তিনি।
প্রসঙ্গত, চরিত্র প্রসঙ্গে যদিও এখনই মুখ খুলতে নারাজ অভিষেক। শুধুমাত্র এটুকুই জানিয়েছেন, একজন সাধারণ মানুষের ভূমিকায় তাঁকে দেখা যাবে, তবে এর বেশি কিছু বললেই নাকি ‘বিপদ’! গোয়েন্দা কাহিনির অংশ হওয়ায় রহস্যটা বজায় রাখতেই চান তিনি। চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক, এই প্রশ্নের উত্তরও তিনি এড়িয়ে গিয়েছেন। কারণ তাঁর মতে, এমন সিরিজে শেষ পর্যন্ত প্রায় সবাইকেই সন্দেহের চোখে দেখা হয়।
উল্লেখ্য, ‘ফুলকি’ ছিল জি বাংলার অন্যতম জনপ্রিয় এবং দীর্ঘদিন চলা ধারাবাহিক ছিল। প্রায় তিন বছর ধরে টানা কাজ করার পর স্বাভাবিকভাবেই একটা বিরতির প্রয়োজন ছিল অভিষেকের। সেই সময়েই এই ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব আসায় তিনি লুফে নেন সুযোগটা। যদিও ছোট পর্দায় ফেরার দরজা বন্ধ করছেন না অভিনেতা। তাঁর কথায়, সঠিক গল্প আর সময় এলেই আবার টেলিভিশনে ফিরবেন।
আরও পড়ুনঃ ‘অনুমতি ছাড়া ছবি নয়’ তন্বীকে নিয়ে পোস্টে ঘিরে জিতুর সঙ্গে সহ-অভিনেতা অভ্রজিতের চরম দ্বন্দ্ব! সোশ্যাল মিডিয়ায় কমেন্ট যুদ্ধ অব্যাহত! দিতিপ্রিয়া অধ্যায় মিটতেই শুরু নতুন বিতর্ক?
তাঁর সঙ্গে এই সিরিজে নাম ভূমিকায় ফের একবার দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। সঙ্গে থাকছেন সুহত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শঙ্কর চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায়, শাঁওলি চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। সব মিলিয়ে অভিষেক বসুর এই নতুন যাত্রা শুধু মাধ্যম বদল নয়, বরং নিজেকে নতুনভাবে আবিষ্কারের এক সচেতন পদক্ষেপ। ছোট পর্দার পরিচিত গণ্ডি পেরিয়ে বড় পরিসরের গল্পে তাঁর অভিনয় দর্শক কতটা গ্রহণ করেন, সেটাই এখন দেখার।
