জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অতীতের দরজা খুলতেই নতুন বিপদ! রাজনন্দিনীর পর, হাজির আরও এক আগন্তুক! ‘চিরদিনই তুমি যে আমার’-এ, আর্য-অপর্ণার জীবনে আবারও কি তৃতীয় কারও ছায়া? খলনায়িকা রূপে এন্ট্রি নিচ্ছেন কোন অভিনেত্রী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ আবারও গল্পে আনতে চলেছে বড় চমক। একসময় যে ধারাবাহিক টিআরপিতে নিজের শক্ত জায়গা ধরে রেখেছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেখানে নানা ওঠানামা দেখা গেছে। তবুও সম্পর্কের টানাপোড়েন, অতীতের রহস্য আর নতুন মোড়—এই তিনের মেলবন্ধনেই আজও দর্শকের আগ্রহ ধরে রেখেছে এই মেগা। এবার সেই আগ্রহ আরও একধাপ বাড়তে চলেছে।

এই ধারাবাহিকের শুরু থেকেই নায়িকার চরিত্র ঘিরে চর্চা কম হয়নি। প্রথমে দিতিপ্রিয়াকে নিয়ে শুরু হলেও পর্দার বাইরের অশান্তির কারণে হঠাৎ করেই নায়িকার বদল ঘটে। দিতিপ্রিয়ার জায়গায় আসেন শিরিন। এই পরিবর্তন নিয়ে দর্শকের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছিল, তেমনই গল্পের গতিপথও খানিকটা বদলে যায়। নায়িকা বদলের পর ধারাবাহিক আরও জমজমাট হলেও টিআরপির লড়াই যে সহজ ছিল না, তা বলাই বাহুল্য।

এর মাঝেই গল্পে ধীরে ধীরে উঠে আসে আর্যর অতীত। বিশেষ করে তার আগের স্ত্রী রাজনন্দিনীকে ঘিরে রহস্য দর্শকের মনে প্রশ্ন তৈরি করে। কখনও অপর্ণার মাধ্যমে, কখনও ইঙ্গিতে—রাজনন্দিনীর অস্তিত্ব যেন বারবার জানান দিচ্ছিল, তিনি শুধু অতীত নন, ভবিষ্যতের গল্পেও বড় ভূমিকা নিতে চলেছেন।

জানা যাচ্ছে, আর্যর আগের স্ত্রী রাজনন্দিনী চরিত্রেই পরিচিত একজন এন্ট্রি নিচ্ছেন। সেই চরিত্রে থাকবেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি। শুধু তাই নয়, এই চরিত্রকে একেবারেই নেগেটিভ শেডে তুলে ধরা হবে। অভিনেত্রীর আগমন আর্য-অপর্ণার জীবনে বড়সড় ঝড় আনতে চলেছে বলেই মনে করছেন ধারাবাহিক প্রেমিক মহল।

বেশ কিছুদিন টেলিপর্দা থেকে দূরে থাকলেও বড় পর্দায় নিয়মিত কাজ করছিলেন স্নেহা। এবার তাঁর কামব্যাক হচ্ছে এমন একটি চরিত্রে, যা গল্পের মোড় পুরোপুরি পাল্টে দিতে পারে। নেগেটিভ রূপ কতটা প্রভাব ফেলবে আর্য-অপর্ণার সম্পর্কে, সেটাই এখন দেখার। দর্শকের চোখ এখন একটাই প্রশ্নে—এই নতুন খলনায়িকার আগমনে ‘চিরদিনই তুমি যে আমার’-এর গল্প কতটা বদলায়?

Piya Chanda

                 

You cannot copy content of this page