জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“রাতের আকাশ অনেক কিছু শেখায়…নিজেকে খুব ধনী মনে হয়!” শ্যামৌপ্তির সঙ্গে মালা বদলের আগেই রণজয়ের আত্মউপলব্ধি! নতুন অধ্যায় শুরুর আগে, কেন হঠাৎ জীবনের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ?

নতুন বছরের শুরুতেই টলিপাড়ায় যেন খুশির হাওয়া। একাধিক তারকারা আর কিছুদিনের মধ্যেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। আর তাদেরই মধ্যে একজন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) এবং শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। বহুদিনের সম্পর্কর পর এবার জীবনের নতুন পর্বে পা রাখতে চলেছে তাঁরা। ইন্ডাস্ট্রির অন্দরমহলে গুঞ্জন ছিল আগেই, তবে এবার সেই জল্পনায় নিশ্চিতের ছাপ। সামনের মাসেই ভালবাসার দিনে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জুটি। জোর কদমে চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি।

এরই মাঝে রণজয়ের হঠাৎ এক আত্মউপলব্ধি নজরে এসেছে। প্রসঙ্গত, রণজয় বরাবরই নিজের ভাবনা থেকে অনুভূতি আর জীবনের ছোট মুহূর্তগুলো সমাজ মাধ্যমে ভাগ করে নিতে ভালোবাসেন। সম্প্রতি শীতের রাত নিয়ে তাঁর একটি পোস্ট বেশ মন কেড়েছে। গভীর রাতে বাড়ি ফেরার সময়, ঠান্ডা হাওয়া আর নিস্তব্ধ শহর মিলিয়ে যে এক ধরনের আলাদা অনুভূতি তৈরি হয়, সেটাই উঠে এসেছে তাঁর লেখায়। জীবনের অর্থ, নিজের অনুভব আর বর্তমানকে উপভোগ করার কথাই যেন বারবার ফিরে এসেছে তাঁর ভাবনায়।

এদিন নিজেকে ভাগ্যবান বলতেও কার্পণ্য করেননি অভিনেতা! নিজের ইন্দ্রিয়গুলো সচল থাকার আনন্দ, চারপাশের সৌন্দর্য অনুভব করার ক্ষমতা, এই সবকিছুকে তিনি জীবনের বড় প্রাপ্তি হিসেবেই দেখেন। তাঁর কথায় স্পষ্ট, ছোট ছোট উপলব্ধির মধ্যেই লুকিয়ে থাকে আসল সুখ। এই দৃষ্টিভঙ্গিই তাঁকে অন্যদের থেকে একটু আলাদা করে তোলে। তবে, জীবনের নতুন অধ্যায়ে পা রাখার আগে অভিনেতার এমন আবেগপ্রবণ ভাবনার অর্থ কিন্তু স্পষ্ট নয়।

উল্লেখ্য, রণজয় এবং শ্যামৌপ্তির সম্পর্কের সূত্রপাত হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’-র সেটে। কাজ করতে করতেই তৈরি হয় বন্ধুত্ব, আর সেখান থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা। যদিও তাঁরা কখনও প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, তবু ইন্ডাস্ট্রিতে তাঁদের নাম একসঙ্গে বহুবারই শোনা গেছে। দুজনের বয়সের ব্যবধান নিয়েও একসময় আলোচনা কম হয়নি। শোনা গিয়েছিল নাকি, রণজয় ১৪ বছরের বড় শ্যামৌপ্তির থেকে। এছাড়াও অতীতের একাধিক সর্ম্পক ছিল তাঁর।

কিন্তু সেই সব কথা পাশ কাটিয়ে নিজেদের মতো করেই সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁরা। এখন আপাতত আজীবনের মতো প্রেমদিবসকে স্মরণীয় করে রাখতে নিজেকে সম্পূর্ণ মনোযোগ দিচ্ছে তাঁরা। তবে, ধুমধাম করে না বরং খুব ঘনিষ্ঠ মানুষদের নিয়েই নাকি হবে এই অনুষ্ঠান, একেবারে ঘরোয়া পরিবেশে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও, অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। জুটির প্রেম থেকে বিয়ের গল্প যে ইতিমধ্যেই অনেকের মন ছুঁয়ে ফেলেছে, তা বলাই যায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page