টলিউডে আবার উত্তেজনার ঢেউ তুললেন দেব ও শুভশ্রী। বহুদিন পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে লাইভে এসে শুধু মজার আড্ডা নয় বরং ইন্ডাস্ট্রির বর্তমান বাস্তবতা নিয়েও স্পষ্ট বার্তা দিলেন এই জনপ্রিয় জুটি। সামনে দুর্গাপুজোর উৎসব আর তারই সঙ্গে তাঁদের আসন্ন ছবি দেশু ৭ ঘিরে বাড়তি উন্মাদনা সব মিলিয়ে লাইভটি মুহূর্তের মধ্যেই দর্শকদের মন জয় করে নেয়। হাজার হাজার ভক্ত কমেন্টে ভালোবাসা জানাতে থাকেন আর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে টলিউডের ভবিষ্যৎ ভাবনা।
লাইভের শুরুতে শুভশ্রী ফিরে যান নিজের পুরনো স্মৃতিতে। তিনি জানান একসময় সিনেমা হলে দর্শকদের পিছনে লুকিয়ে বসে ছবি দেখতেন আর আজ সেই দর্শকরাই তাঁর সাহস ও শক্তি। এই আবেগঘন মুহূর্তে তিনি দেবকে মজা করে প্রশ্ন করেন কেন তাঁর ছবির প্রস্তাব প্রথমেই শুভশ্রীর কাছেই আসে। দেবও হাসতে হাসতে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন কেন শুভশ্রী মাত্র ত্রিশ সেকেন্ডেই রাজি হয়ে যান। এই কথোপকথনে ধরা পড়ে তাঁদের বন্ধুত্ব বিশ্বাস ও পারস্পরিক সম্মানের সুন্দর ছবি।
আড্ডার মোড় ঘুরে যায় যখন শুভশ্রী প্রশ্ন তোলেন দেবের ছবিতে অনির্বাণ ভট্টাচার্য থাকবেন কি না এবং কেন তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না। দেব স্পষ্ট ভাষায় জানান ফেডারেশনের সঙ্গে কিছু মতভেদ থাকলেও সবাই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। তিনি বলেন আগে না চাইলেও এখন তিনি চান তাঁর ছবিতে অনির্বাণ কাজ করুন। এই বক্তব্যে ছিল পরিবর্তনের ইঙ্গিত এবং সমস্যার সমাধানের সদিচ্ছা যা অনেকের মনে আশার আলো জাগায়।
দেব আরও বলেন কাউকে ছোট করে কেউ কখনও বড় হতে পারে না। একজন শিল্পীর সম্মান চলে গেলে তাঁর আর কিছুই থাকে না। এই কথার মধ্য দিয়ে তিনি শিল্পীদের সম্মান ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। তাঁর বক্তব্যে টলিউডের বর্তমান সংকটের বাস্তব চিত্র স্পষ্ট হয়ে ওঠে এবং বোঝা যায় কেন ঐক্য ও সহযোগিতা আজ সবচেয়ে বেশি প্রয়োজন। দর্শকরাও তাঁর এই সাহসী বক্তব্যকে সাধুবাদ জানান।
আরও পড়ুনঃ নির্দোষ প্রমাণিত হয়েও নিরাপদ নয়, প্রতি’শোধের ছায়া ঘনাচ্ছে ঋষির জীবনে! বিতানের বাবার অতীত টেনে আনছে নতুন ষ’ড়যন্ত্র! চুরি যাওয়া ছবিতেই কি লুকিয়ে ঋষির সর্বনা’শের আসল রহস্য? ‘জোয়ার ভাঁটা’য় উত্তেজনা চরমে!
সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে যখন দেব প্রশ্ন করেন আমরা কি কাঁকড়ার জাত আমরা তো একসময় বিপ্লবী ছিলাম। এই একটি বাক্যেই তিনি বোঝাতে চান পরস্পরের পা টেনে নামানো নয় বরং একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়াই হওয়া উচিত শিল্পজগতের আসল পরিচয়। এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং টলিউডে নতুন করে আলোচনা শুরু হয়। দেব শুভশ্রীর এই লাইভ শুধু বিনোদন নয় বরং চিন্তার খোরাক জুগিয়ে গেল দর্শকদের জন্য।
