বাংলা বিনোদন জগতের ছোট পর্দায় যাঁদের উপস্থিতি দর্শকের মনে আলাদা করে ছাপ ফেলেছে, তাঁদের তালিকায় প্রথম সারিতেই উঠে আসে মোহনা মাইতির নাম। স্বাভাবিক অভিনয়, সাবলীল অভিব্যক্তি আর পর্দায় আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য অল্প সময়ের মধ্যেই দর্শকমহলে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। ধারাবাহিকের পর ধারাবাহিকে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা তাঁকে সমসাময়িক অভিনেত্রীদের ভিড়ে আলাদা পরিচিতি দিয়েছে। শুধুমাত্র অভিনয় নয়, ব্যক্তিত্বের জোরেও মোহনা ধীরে ধীরে হয়ে উঠছেন ছোট পর্দার পরিচিত মুখ।
বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তুই আমার হিরো’-তে নায়িকা চরিত্রে অভিনয় করছেন মোহনা মাইতি। এই ধারাবাহিকের আগেও জি বাংলার একাধিক প্রজেক্টে কাজ করেছেন তিনি। প্রতিটি ধারাবাহিকেই তাঁর চরিত্র আলাদা, ভাবনাও আলাদা—আর সেখানেই অভিনেত্রী হিসেবে তাঁর দক্ষতা প্রমাণিত হয়েছে। ছোট পর্দার নিয়মিত দর্শকেরা তাই মোহনাকে শুধু একটি চরিত্রে বেঁধে রাখেননি, বরং বিভিন্ন রূপে তাঁকে গ্রহণ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন মোহনা। ‘তুই আমার হিরো’-এর আরশি চরিত্রটি তাঁর জীবনে বিশেষ প্রভাব ফেলেছে বলে জানান অভিনেত্রী। তাঁর কথায়, এই চরিত্র তাঁকে নিজের কণ্ঠস্বর খুঁজে পেতে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জুগিয়েছে।পাশাপাশি বড় স্বপ্নের কথা বলতে গিয়ে জানান—শাহরুখ খানের সঙ্গে কাজ করাই তাঁর স্বপ্ন।
ব্যক্তিগত পছন্দ-অপছন্দেও ধরা পড়েছে তাঁর সহজ স্বভাব। ‘স্ট্রেঞ্জার থিংস’ তাঁর প্রিয় শো, আর খাবারের তালিকায় সবার উপরে মাটন বিরিয়ানি। নাচ তাঁর সবচেয়ে বড় স্ট্রেস বাস্টার বলেও জানান অভিনেত্রী। জীবনের একটি বিব্রতকর মুহূর্তের কথাও শেয়ার করেছেন, যেখানে কাউকে শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁর হাত আটকে গিয়েছিল। জীবনের সংগ্রামের কথা বলতে গিয়ে ‘ডান্স বাংলা ডান্স’-এর সেমিফাইনালে পৌঁছনোকে তিনি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুনঃ বয়সে বড় মহিলার সঙ্গে জনপ্রিয় নায়কের ঘ’নিষ্ঠতা! টলিপাড়ার গোপন প্রেম নিয়ে চর্চা তুঙ্গে!
জীবনদর্শনে মোহনা স্পষ্ট—নতুন বছরের জন্য তাঁর বার্তা, জীবনকে পুরোপুরি উপভোগ করা, কারণ জীবন ভীষণ অপ্রত্যাশিত। আর সবচেয়ে বড় শিক্ষা হিসেবে তিনি বলেছেন কাউকে অন্ধভাবে বিশ্বাস না করা। এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গিই হয়তো তাঁকে অভিনয়ের পাশাপাশি জীবনেও আরও দৃঢ় করে তুলছে।
