যে কোনও সম্পর্ক টিকিয়ে রাখতে যত্ন, সময় আর বিশ্বাসের বড় ভূমিকা থাকে। সেই জায়গায় সামান্য ফাঁক তৈরি হলেই দূরত্ব বাড়তে শুরু করে। টলিপাড়ার এক জনপ্রিয় নায়ক ও তাঁর পরিচিত সঙ্গিনীর সম্পর্ক নিয়েও ইদানীং এমনই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। বাইরে থেকে তাঁদের জুটি ঝলমলে মনে হলেও অন্দরমহলে নাকি টানাপোড়েন বেড়েছে, যা নতুন জল্পনার জন্ম দিচ্ছে।
ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস বলছে, নায়ক নাকি বয়সে অনেকটা বড় এক মহিলার প্রতি বিশেষভাবে আকৃষ্ট। ওই মহিলা কলকাতার একাধিক সফল ব্যবসার সঙ্গে যুক্ত এবং এক সন্তানের মা। স্বামীও পরিচিত ব্যবসায়ী। সংসার থাকা সত্ত্বেও নায়কের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নাকি ক্রমশ প্রকাশ্যে আসছে। রাত বাড়লেই বিভিন্ন পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে বলে কানাঘুষো।
শোনা যাচ্ছে, সম্প্রতি সেই মহিলার জন্মদিন উপলক্ষে নায়ক নাকি বিশেষ আয়োজন করেছিলেন। আলো ঝলমলে অনুষ্ঠানের বদলে সব কিছুই নাকি রাখা হয়েছিল খুব ব্যক্তিগত পরিসরে। যদিও প্রকাশ্যে কেউই এই সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে কাছের মহলের অনেকেই বলছেন, তাঁদের কথাবার্তা আর আচরণে আলাদা উষ্ণতা স্পষ্ট। সেই কারণেই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠছে।
এ দিকে নায়কের বর্তমান সম্পর্ক নিয়েও কম আলোচনা নেই। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে শোনা যায়। যদিও যুগলে কখনও এই বিষয়ে মুখ খোলেননি। সমাজমাধ্যমে হাসিমুখের ছবি থাকলেও বাস্তবের গল্প নাকি অন্য রকম। অনেকেই বলছেন, নায়িকার জীবন এখন নিজের মতো করে এগোচ্ছে, আর নায়কও ব্যস্ত নতুন বন্ধুত্বে।
আরও পড়ুনঃ নতুন বাড়িতে তারকাখচিত গৃহপ্রবেশ ধ্রুবজ্যোতি সরকারের! ইধিকা থেকে শুরু করে সবাই থাকলেও, কেন অনুপস্থিত ‘মিঠাই’ পরিবারের সদস্যরা? তবে কি সেই দ্বন্দ্ব আজও মেটেনি? কী জানালেন অভিনেতা?
সব মিলিয়ে টলিপাড়ায় এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে এই রহস্যময় সম্পর্ক। সত্যি আর গুজবের মাঝখানে দাঁড়িয়ে দর্শক থেকে অনুরাগী সকলেই কৌতূহলী। ভবিষ্যতে কেউ মুখ খুলবেন কি না, সেটাই এখন দেখার। আপাতত কানাঘুষো আর কল্পনার রঙে রঙিন হয়ে উঠছে তারকাদের ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়।
