জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নতুন বাড়িতে তারকাখচিত গৃহপ্রবেশ ধ্রুবজ্যোতি সরকারের! ইধিকা থেকে শুরু করে সবাই থাকলেও, কেন অনুপস্থিত ‘মিঠাই’ পরিবারের সদস্যরা? তবে কি সেই দ্বন্দ্ব আজও মেটেনি? কী জানালেন অভিনেতা?

বিনোদন জগতে দীর্ঘদিনের লড়াই, অনিশ্চয়তা আর কঠোর পরিশ্রমের পর নিজের একটা ঠিকানা তৈরি করতে পারা যে কোনও শিল্পীর কাছেই আলাদা অনুভূতির। ক্যামেরার সামনে হাসি-কান্না, চরিত্রের ভাঙাগড়ার আড়ালে যে স্বপ্নটা ধীরে ধীরে বড় হয়—নিজের একটা বাড়ি। সেই স্বপ্নই এবার বাস্তব করলেন জনপ্রিয় অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার। নতুন বাড়ির গৃহপ্রবেশ শুধু একটা সামাজিক অনুষ্ঠান নয়, তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের উদযাপন।

ধ্রুবজ্যোতি সরকার ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ। বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে গড়ে তিনি বারবার প্রমাণ করেছেন, অভিনয় তাঁর রক্তে মিশে আছে। কখনও পার্শ্বচরিত্র, কখনও গুরুত্বপূর্ণ চরিত্র—প্রতিটাতেই তিনি দর্শকদের মনোরঞ্জন করেছেন নিজের অভিনয় দক্ষতায়। সহজাত সাবলীল অভিনয়ই তাঁকে ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে।

বিশেষ করে ‘মিঠাই’ এবং ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে ধ্রুবজ্যোতি আলাদা করে নজর কেড়েছেন। এই দুই জনপ্রিয় ধারাবাহিক তাঁকে এনে দেয় বিস্তৃত দর্শক মহলে পরিচিতি। এক কথায় বলা যায়, এই ধারাবাহিকগুলিই তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে।

এই জনপ্রিয়তারই প্রতিফলন দেখা গেল নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে। ধ্রুবজ্যোতির বাড়িতে সেদিন যেন বসেছিল টলিউডের আড্ডা। অভিনেত্রী ইধিকা পাল, সোহেল, তিয়াশা, স্বাগতা, অরিজিতা-সহ আরও অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের প্রায় সব কলাকুশলীদের একসঙ্গে দেখা গিয়েছে। পাশাপাশি ‘মিঠাই’ ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিও নজর কেড়েছে।

তবে এত তারকার ভিড়ের মাঝেও দর্শকদের চোখে পড়েছে এক গুরুত্বপূর্ণ অনুপস্থিতি। অনুষ্ঠানে দেখা যায়নি আদৃত এবং কৌশম্বিকে। কেন তাঁরা ছিলেন না—তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। এই অনুপস্থিতিই এখন দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু, যা ধ্রুবজ্যোতির গৃহপ্রবেশকে আরও আলোচনায় এনে দিয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page