জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমায় তো এক্ষুনি জেলে ঢুকিয়ে দেওয়া উচিত…” আচমকা কেন এমন কথা বললেন অম্বরীশ ভট্টাচার্য? নিজেকে কেন কাঠগড়ায় তুললেন অভিনেতা?

অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য বরাবরই নিজের শর্তে বাঁচতে ভালোবাসেন। অভিনয়ের ক্ষেত্রে যেমন তিনি সাহসী ও আলাদা ধাঁচের চরিত্র বেছে নেন, তেমনই ব্যক্তিগত জীবনেও তাঁর চিন্তাভাবনা বেশ স্পষ্ট এবং স্বাধীনচেতা। এই মুহূর্তে চিরসখা ধারাবাহিকে দর্শকের মন জয় করছেন তিনি, পাশাপাশি ওয়েব সিরিজেও তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। চরিত্র নির্বাচন থেকে শুরু করে জীবনযাপন সব কিছুতেই তাঁর নিজস্বতা চোখে পড়ে। তবে সাফল্যের মাঝেও ব্যক্তিগত জীবনে একাকীত্বই তাঁর সবচেয়ে বড় সঙ্গী।

অম্বরীশ স্পষ্ট জানিয়েছেন, তিনি একা থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং জীবনে কোনও রোমান্টিক সম্পর্কের তেমন আগ্রহ নেই। বিয়ে নিয়ে তাঁর ভাবনাও একেবারেই আলাদা। ভবিষ্যতে সুযোগ এলেও বিয়ে করবেন কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা নিজের মানসিকতা নিয়ে অকপটে কথা বলেন, যা শুনে অনেকেই অবাক হয়ে যান। তাঁর কথায় উঠে আসে নিজের স্বাধীনতা ও মতামতকে প্রাধান্য দেওয়ার মানসিকতা।

অভিনেতার মতে, তিনি সব সময় নিজের কথাই শুনতে ভালোবাসেন এবং অন্যের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁর খুবই কম। যদি তিনি কোনও মানুষকে জীবনে জায়গা দেন, তবে সেই মানুষের মতামতকে সম্মান করা জরুরি। কিন্তু নিজের স্বভাব অনুযায়ী তিনি তা করতে পারবেন না বলেই মনে করেন। তাই কাউকে জীবনে এনে তাকে কষ্ট দেওয়া বা অবহেলা করা তিনি একেবারেই চান না।

অম্বরীশ আরও বলেন, ভিন্ন পরিবেশে বড় হয়ে ওঠা মানুষের সঙ্গে জীবন ভাগ করে নিতে গেলে পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র নিজের মতকে প্রাধান্য দিলে সম্পর্ক টেকে না। অন্যের মতামতকে সম্মান না করতে পারলে সেই সম্পর্ক অন্যায় হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা তিনি ভালোভাবেই বোঝেন বলেই বিয়ে বা সম্পর্কে জড়ানোর ব্যাপারে নিজেকে দূরে রাখছেন।

সবশেষে অভিনেতা মজার ছলে বলেন, এমন মানসিকতা থাকলে নাকি তাঁকে জেলেই পাঠানো উচিত। তাঁর মতে, যদি আজ তিনি বিয়ে করেন, তবে মানিয়ে নিতে না পারার কারণেই সমস্যায় পড়বেন। অন্যের মতামত মেনে নেওয়া বা নিজেকে বদলানো তাঁর পক্ষে কঠিন। তাই স্বাধীন জীবনই তাঁর কাছে সবচেয়ে শান্তির এবং স্বস্তির ঠিকানা।

Piya Chanda

                 

You cannot copy content of this page