বিনোদন জগৎটা যতটা মজাদার ঠিক ততটাই অনিশ্চয়তার একটা জায়গা। অনেক সময় কোন চরিত্র, ছবি বা সিরিয়ালে কাউকে নিয়ে অনুমান চলে, তখনই মনে হয় সব ঠিক হয়ে গেছে। কিন্তু পরবর্তী সময় পরিকল্পনা বদলে যায়। ঠিক সেই অনিশ্চয়তার মাঝেই থাকেন শিল্পীরা, যারা কখনো কোনো প্রজেক্টে নাম ঠিক করেও পরের মূহুর্তে সেটি হারিয়ে ফেলেন। এই ইন্ডাস্ট্রির সাজানো ছবি দেখে মনে হয় সবকিছু ঠিকভাবে পরিকল্পিত, কিন্তু বাস্তবে অনেক কিছুই বদলে যায় সময়ের সঙ্গে। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে বাংলা বিনোদন জগতে — মহুয়া রয়চৌধুরীর জীবনীচিত্রের প্রকাশনা ও অভিনেত্রী নির্বাচনে।
কয়েক দিন আগে প্রকাশিত খবর অনুযায়ী বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক‑কে মহুয়া রয়চৌধুরীর বায়োপিক‑এ মহুয়া চরিত্রে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থা এবং নির্মাতারা মনে করেছেন অঙ্কিতার চরিত্রে থাকা মানসিক গভীরতা এবং অভিনয় দক্ষতা এই জায়গায় উপযুক্ত হবে। এখানেই শেষ নয়, ছবির অন্যান্য দিকগুলোও এখন গোছানো চলছে এবং প্রি‑প্রোডাকশন পর্যায়ে গান, শুটিং লোকেশন ও সহশিল্পীদের নাম নির্বাচনও ধীরে ধীরে চূড়ান্ত হচ্ছে।
অঙ্কিতা মল্লিক বলেন, “মহুয়া‑র জীবনীচিত্রে কাজ করা আমার জন্য এক নতুন চ্যালেঞ্জ। আমি ব্যক্তিগতভাবে এই চরিত্রে নিজেকে নিষ্ঠার সঙ্গে উপস্থাপন করতে চাই।” এই বায়োপিক শুধু মহুয়ার জীবনের গল্প বলবে না, বরং তার সংগ্রাম, আবেগ এবং শিল্পজীবনের নানা উত্থান‑পতনকেও তুলে ধরবে, যা দর্শকের মনকে ছুঁয়ে যাবে।
তবে এই বায়োপিকের জন্য প্রথমে কিছুটা ভিন্ন পরিকল্পনা ছিল। অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু সম্প্রতি জানিয়েছেন তার কাছেও প্রথমে লুক‑টেস্ট‑এর জন্য প্রস্তাব এসেছিল। তাকে ফোন করে বলা হয়েছিল, চরিত্র এবং গল্প সম্পর্কে আগ্রহ থাকলে লুক টেস্টে অংশ নিতে। সৌমিতৃষাও সেই ফোনে জানাতে চেয়েছিলেন, বায়োপিকটি আসলে কী গল্প বলবে, কিন্তু পরবর্তীসময় আর কোনো যোগাযোগ হয়নি।
আরও পড়ুনঃ দুই সুপারহিট নায়িকা এক ফ্রেমে! এবার একই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়! টলিউডে ডাবল ধামাকা ঘিরে তুঙ্গে উত্তেজনা, আসছে কোন ছবি? নায়ক হচ্ছেন কারা?
বিনোদন জগতে পরিকল্পনা বদলানো নতুন কিছু নয়। যেমন অঙ্কিতা মল্লিকের কাছে সাফল্যের সুযোগ এসে দাঁড়িয়ে গেছে — তেমনি সৌমিতৃষা কুন্ডুর মতো অভিনেত্রীকে আর পরের পর্যায়ে ডাক না পাওয়াও এই ইন্ডাস্ট্রির অনিশ্চয়তা বহন করে। মহুয়া‑র বায়োপিক এখন অঙ্কিতা‑র হাতে, আর দর্শকও অপেক্ষায় আছেন এই আবেগঘন জীবনীচিত্রটি বড় পর্দায় কবে আসবে তা জানার জন্য।
