মঙ্গলবার আউটডোর শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় অভিনেত্রী রণিতা দাস। স্টার জলসার ধারাবাহিক ও মোর দরদিয়া ধারাবাহিকের সেটে তখন ব্যস্ত শুটিং চলছিল। হঠাৎ করেই তাঁর তীব্র মাথাযন্ত্রণা শুরু হয়, যা ধীরে ধীরে আরও বাড়তে থাকে। সেটের মধ্যেই প্রথমে চিকিৎসকের পরামর্শে ওষুধ দেওয়া হয়। কিন্তু তাতে কোনও স্বস্তি না মেলায় সকলের উদ্বেগ বাড়ে এবং পরিস্থিতি আরও সতর্কতার দিকে এগোয়।
কিছু সময় পর অভিনেত্রীকে ইঞ্জেকশনও দেওয়া হয়, কিন্তু তাতেও মাথার যন্ত্রণা কমেনি। তার মধ্যেই তিনি বমি করতে শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঝুঁকি না নিয়ে দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সহায়িকার বক্তব্য অনুযায়ী, আপাতত রণিতা বিপন্মুক্ত রয়েছেন। তবে কবে হাসপাতাল থেকে ছুটি মিলবে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। চিকিৎসকেরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করিয়েছেন।
হাসপাতালে ভর্তি হওয়ার পর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে, তবে রিপোর্ট এখনও হাতে আসেনি। যেহেতু মাথার যন্ত্রণা ছিল মূল উপসর্গ, তাই বুধবার এমআরআই করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। ওই রিপোর্ট পাওয়ার পরেই অসুস্থতার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে আশা করা হচ্ছে। আপাতত চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন অভিনেত্রী এবং নিয়মিত তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
বর্তমানে রণিতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন এবং চিকিৎসকদের নির্দেশ মেনে বিশ্রাম নিচ্ছেন। হাসপাতালের তরফ থেকেও জানানো হয়েছে, সব রিপোর্ট হাতে এলেই পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন। শুটিং ইউনিটের সদস্যরাও সারাক্ষণ তাঁর খোঁজখবর রাখছেন এবং মানসিকভাবে পাশে থাকার চেষ্টা করছেন।
আরও পড়ুনঃ জনপ্রিয় টিভি ‘শো সত্যমেব জয়তে’ নিয়ে আমির খানের বড় মন্তব্য! ১২ বছর পর ছোটপর্দায় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন অভিনেতা?
এই মুহূর্তে ও মোর দরদিয়া ধারাবাহিকের গল্পে চলছে গুরুত্বপূর্ণ মোড়, যেখানে রণিতার চরিত্রের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। দর্শকদের মধ্যে এই জুটি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাই শুটিং সেটে অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছেন এবং আবার পর্দায় ফিরতে দেখার অপেক্ষায় রয়েছেন।
