২৩ জানুয়ারি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধার আগে ঘরোয়া অথচ জমকালো আয়োজনে সেরে ফেললেন আইবুড়োভাত। বিয়ের আগে এই বিশেষ অনুষ্ঠানে পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল পর্দার ঝিলকে। হাসি আনন্দ আর আবেগে ভরপুর এই দিনে মধুমিতার মুখে ছিল আলাদা উজ্জ্বলতা। বিয়ের প্রস্তুতির ব্যস্ততার মাঝেও এই রীতির মাধ্যমে নিজের শিকড় আর ঐতিহ্যের সঙ্গে নতুন করে যুক্ত হলেন অভিনেত্রী।
আইবুড়োভাতের দিন মধুমিতাকে দেখা যায় বেজ রঙের শাড়ি ও মানানসই ব্লাউজে। হাতে সোনালি চুড়ি আর খোলা চুলে সাবেকি সাজেই ধরা দেন তিনি। কাঁসার থালা বাটিতে সাজানো খাবার, চারপাশে গাঁদা ফুলের সাজ সব মিলিয়ে পরিবেশ ছিল একেবারে বাঙালি ঘরানার। নায়িকার পাত ভরে উঠেছিল ভাত থেকে শুরু করে সিম ভাজা আলু ভাজা লাল শাক ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা সহ নানা রকম ভাজায়। সঙ্গে ছিল ফিশফ্রাই মুগ ডাল মাছ মটন চাটনি পায়েস দই এবং পাঁচ রকমের মিষ্টি। মাছের মাথা হাতে নিয়ে হাসিমুখে পোজ দিতেও দেখা যায় তাঁকে।
এই বিশেষ দিনে শুধু মধুমিতাই নন আইবুড়োভাত খেলেন দেবমাল্য চক্রবর্তীও। শুক্রবার মধ্যরাতে নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি ভাগ করে নেন তিনি। সুতোর কাজ করা পাঞ্জাবি আর সাদা ধুতিতে তাঁকে বেশ মানিয়েছে। মাথায় টোপর চোখে রোদচশমা আর হাতে ঘড়ি নিয়ে একেবারে বাঙালি বরের লুকে ধরা দেন দেবমাল্য। একটি ছবিতে দেখা যায় বিয়ের রীতিপালন করছেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন রেডি সেট গো। উত্তরে মধুমিতা মজার ছলে লেখেন আচ্ছা দেখা হবে যা অনুরাগীদের মন ছুঁয়ে যায়।
কিছুদিন আগেই ধুমধাম করে বাগদান সেরেছেন এই জুটি। সেই অনুষ্ঠানের ছবি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন মধুমিতা। ক্যাপশনে লিখেছিলেন শুধুই আমার। দেবমাল্য পেশায় ইঞ্জিনিয়ার এবং আইটি সেক্টরে কর্মরত। মধুমিতার মতো তিনিও ভ্রমণপ্রেমী। তাঁদের বিয়ে বসবে বারুইপুর রাজবাড়িতে আর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে হবে প্রীতিভোজ। বিয়ের দিন বর কনেকে সাবেকি সাজেই দেখা যাবে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ ‘ওঁদের সঙ্গে অভিনয় করলে ঘাম ঝরে, খুব ভয় পাই!’ ‘অভিনয় সেট স্তব্ধ করে দেয়, পাল্লা দেওয়া সহজ নয়!’ আজও ইন্ডাস্ট্রির কোন দুই অভিনেতার সামনে নিজেকে চ্যালেঞ্জের মুখে দেখেন, ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
অতীতেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন মধুমিতা। অল্প বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল যা সুখের হয়নি। পরে এক সাক্ষাৎকারে সেই বিয়েকে জীবনের ভুল বলেও উল্লেখ করেছিলেন তিনি। সময়ের সঙ্গে অনেক ওঠাপড়ার পর আবার নতুন করে জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী। আইবুড়োভাতের এই হাসি আনন্দ যেন সেই নতুন শুরুরই ইঙ্গিত দিচ্ছে। অনুরাগীরাও অপেক্ষায় রয়েছেন মধুমিতা দেবমাল্যের বিয়ের দিনের জন্য।
