কিছুদিন আগেই পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়ার জীবনে এসেছে এক নতুন অধ্যায়। তাঁদের একমাত্র সন্তানের মুখে ভাতের অনুষ্ঠান ঘিরে ছিল আনন্দের জোয়ার। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে টলিউডের একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন সেই বিশেষ দিনে। সকলের আশীর্বাদে এবং ঘনিষ্ঠজনদের ভালোবাসায় হাসিখুশি পরিবেশেই সম্পন্ন হয় এই পারিবারিক অনুষ্ঠান, যা আরও একবার নজর কাড়ে অনুরাগীদের।
স্বামী ও সন্তানকে নিয়ে এখন পরিপূর্ণ সংসারে ব্যস্ত পিয়া। অতীতের নানা আলোচনাকে পেছনে ফেলে তিনি বর্তমানে এক সুখী গৃহিণী এবং মা। প্রথম বিবাহবিচ্ছেদের পর পরমব্রতকে বিয়ে করা নিয়ে একসময় সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক হলেও সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই স্তিমিত হয়েছে। আজ তাঁদের পরিবার ঘিরে শুধুই শান্তি আর ভালোবাসার গল্প উঠে আসছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পিয়া একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে নীল সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন তারকা দম্পতি। ছবির ফ্রেমে ধরা পড়েছে বাড়ির দুই খুদে সদস্যও। আরেকটি ছবিতে দেখা যায় ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন পরম ও পিয়া। ছবিগুলির মধ্যেই যেন ধরা পড়েছে তাঁদের জীবনের নির্ভার মুহূর্তগুলো।
এই ছবির সঙ্গে পিয়া যে ক্যাপশনটি দিয়েছেন, সেটিই বেশি করে মন কেড়েছে নেটিজেনদের। তিনি লেখেন অপূর্ণতাই নাকি জীবনের আসল টান। নিখুঁত শরীর বা খ্যাতি নয়, বরং অসম্পূর্ণতা আর ছোট ছোট অনুভূতিই মানুষকে জীবনের সৌন্দর্য উপভোগ করতে শেখায়। যদিও এই উক্তিটি লেখক Matt Haig এর, তবু পিয়ার পোস্টে তা যেন নতুন করে প্রাণ পেয়েছে।
আরও পড়ুনঃ মুম্বইয়ে সাফল্যের মাঝেই জীবনের নতুন ইনিংস! এই মাসেই বাগদান সারছেন অদ্রিজা রায়? কবে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী?
পিয়ার এই ভাবনামূলক পোস্টে মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বয়ে যায়। অনেকেই লেখেন, এই কথাগুলো আজকের দিনে ভীষণ প্রয়োজনীয়। তারকা জীবন, গ্ল্যামার আর বাস্তবতার মাঝে দাঁড়িয়ে অপূর্ণতাকে আলিঙ্গন করার এই বার্তা স্বাভাবিক ভাবেই ছুঁয়ে গিয়েছে সকলের মন। পরম ও পিয়ার এই মুহূর্তগুলো তাই শুধু ছবি নয়, এক গভীর জীবনদর্শনের কথাও বলছে।
