টলিউডের পরিচিত গণ্ডি ছেড়ে মুম্বই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করেছেন অভিনেত্রী অদ্রিজা রায়। হিন্দি ধারাবাহিক অনুপমা তে মুখ্য চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছেন তিনি। রাহি চরিত্রে তাঁর সাবলীল অভিনয় যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই হিন্দি ইন্ডাস্ট্রিতে তাঁর গ্রহণযোগ্যতাও বেড়েছে চোখে পড়ার মতো। অভিনয়ের এই সাফল্যের মাঝেই এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অদ্রিজা। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, খুব শিগগিরই বাগদানের আয়োজন করতে চলেছেন এই অভিনেত্রী।
শোনা যাচ্ছে, আগামী ২৫ জানুয়ারি অদ্রিজার বাগদান হতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি। এর আগেও অদ্রিজার প্রেম নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল, তবে ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী। এবার সেই গোপনীয়তার আবরণ সরিয়ে জীবনের নতুন সিদ্ধান্তের পথে এগোচ্ছেন তিনি। অনুরাগীদের মধ্যেও তাই স্বাভাবিকভাবেই কৌতূহল তুঙ্গে। সকলেই জানতে আগ্রহী, কাকে ঘিরে অভিনেত্রীর এই নতুন শুরু।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, অদ্রিজার হবু স্বামীর নাম ভিগনেশ আইয়ার। তবে তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। বলা হচ্ছে, দুজনের পরিচয় হয়েছিল এক বন্ধুর মাধ্যমে। বন্ধুর একটি পার্টিতে প্রথম আলাপ, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব এবং সেখান থেকেই গড়ে ওঠে গভীর সম্পর্ক। খুব স্বাভাবিক ভাবেই সময়ের সঙ্গে একে অপরকে বোঝার পরেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন তাঁরা।
বাগদানের অনুষ্ঠানটি নাকি হবে একেবারেই ঘরোয়া পরিবেশে। আত্মীয়স্বজন এবং হাতে গোনা কয়েকজন কাছের বন্ধুকে নিয়েই সেরে ফেলা হবে শুভকাজ। কোনও জাঁকজমক নয়, বরং সহজ সরল পারিবারিক আয়োজনেই এই বিশেষ দিনটি উদযাপন করতে চান অদ্রিজা। মুম্বইয়ে ব্যস্ত শুটিং শিডিউলের মাঝেই তিনি যে ব্যক্তিগত জীবনের জন্য সময় বের করছেন, সেটাও অনুরাগীদের কাছে বেশ প্রশংসনীয় হয়ে উঠেছে।
যদিও এখন শুধুই বাগদানের খবর সামনে এসেছে, তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন অদ্রিজা ও ভিগনেশ, তা এখনও জানা যায়নি। অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের মতে, কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রেখেই এগোতে চান তিনি। মুম্বইয়ে কেরিয়ারের নতুন অধ্যায় আর জীবনের নতুন সম্পর্কে পা রেখে অদ্রিজার এই সময়টা যে ভীষণ স্পেশাল, তা বলার অপেক্ষা রাখে না। অনুরাগীরাও অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণার।
