আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের নির্বাচন। এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক এসেছে কার্যকরী সভাপতি পদে। এই পদ থেকে সরে দাঁড়ালেন অভিনেতা জিৎ। তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলেছেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে সভাপতি পদে কোনও পরিবর্তন হয়নি, সেই পদে আগের মতোই রয়েছেন রঞ্জিত মল্লিক।
ইতিমধ্যেই ফোরামের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি হিসেবে রঞ্জিত মল্লিক, কার্যকরী সভাপতি হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক হিসেবে শান্তিলাল মুখোপাধ্যায় নির্বাচিত হয়েছেন। সহ সম্পাদক পদে চন্দন সেন ও শুভাশিস মিত্র এবং সহ কোষাধ্যক্ষ পদে দিগন্ত বাগচী বিনা লড়াইয়ে জয় পেয়েছেন।
তবে এখনও একাধিক গুরুত্বপূর্ণ পদে ভোটের লড়াই বাকি। সহ সভাপতি পদে পাঁচটি আসনের জন্য ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে রয়েছেন কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায়, ভরত কল, লাবণী সরকার, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দীপক চক্রবর্তী। সহকারী সম্পাদক পদে তিন জন এবং কোষাধ্যক্ষ পদে দুই জনের মধ্যে হবে সরাসরি লড়াই।
সবচেয়ে বড় প্রতিযোগিতা হতে চলেছে কার্যকরী কমিটির সাতটি পদের জন্য। এই আসনগুলিতে মোট ১৭ জন প্রার্থী লড়ছেন। তালিকায় রয়েছে গৌরব চট্টোপাধ্যায়, গর্বিতা সাহা, অর্পণ বন্দ্যোপাধ্যায়, অলক মল্লিক, শঙ্কর চক্রবর্তী, পায়েল দে, সুদীপ মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অরুন্ধতী দে সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ “আমি তো মিমি চক্রবর্তীর থেকে কিছু কপি করি” অকপট স্বীকারোক্তি স্বস্তিকা দত্তের! তবে কি মিমির ছায়াতেই নিজেকে গড়ছেন অভিনেত্রী? বিতর্ক উসকে দিলেন নিজেই?
জিৎ কেন এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ালেন, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও কারণ জানা যায়নি। তবে ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, আপাতত নিজের ছবির কাজেই মন দিতে চান তিনি। অন্যদিকে প্রসেনজিৎ এখন টলিউড ও মুম্বই দুই জায়গাতেই ব্যস্ত। নতুন দায়িত্ব কাঁধে নিয়েও শিল্পীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। আগামী ৮ ফেব্রুয়ারি ভোটের ফলেই জানা যাবে, ফোরামের নেতৃত্বে কারা শেষ পর্যন্ত জায়গা করে নেন।
