কয়েকদিনের অসুস্থতার পর অবশেষে শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী রণিতা দাস। গত ২১ জানুয়ারি ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’র সেটে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় থেকেই অনুরাগীরা চিন্তায় ছিলেন অভিনেত্রীর স্বাস্থ্যের খবর জানতে।
হাসপাতাল থেকে ফোনে রণিতা জানিয়েছিলেন, তাঁর সিটি স্ক্যানসহ একাধিক পরীক্ষা করা হয়েছে। কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে থাকতে হয় তাঁকে। সৌভাগ্যবশত রিপোর্টে গুরুতর কোনও সমস্যা ধরা পড়েনি। চিকিৎসার পর ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়।
জানা যায়, আউটডোর শুটিং চলাকালীনই হঠাৎ অসহ্য মাথাব্যথা শুরু হয় রণিতার। সঙ্গে একটানা বমি হতে থাকায় সেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সহকর্মীরাও ভীষণ ভয় পেয়ে যান। তড়িঘড়ি শুটিং বন্ধ করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এখন হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন রণিতা। পুরোপুরি সুস্থ না হলেও শুটিংয়ে ফেরার মতো অবস্থায় পৌঁছেছেন তিনি। সেটে ফিরে কাজ শুরু করেছেন অভিনেত্রী। অনুরাগীদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর।
আরও পড়ুনঃ তারা-আকাশনীল আবার এক ফ্রেমে! ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকের পর, অমৃতা ও সৌরজিৎ জুটি বাঁধছেন নতুন ধারাবাহিকে? দেখা যাবে কোন চ্যানেলে?
শুটিং ফ্লোরে ফেরার পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে রণিতা লেখেন, সকলের আশীর্বাদ ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। এখনও শরীর কিছুটা দুর্বল থাকলেও ধীরে ধীরে আগের ফর্মে ফিরবেন বলে জানান। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান অভিনেত্রী।
