জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দূরত্ব কি সত্যিই কাটছে? টলিউডে জোর জল্পনা, কোন ছবিতে আবার একসঙ্গে দেব ও রুক্মিণী

টলিউডে বেশ কিছুদিন ধরেই জোর চর্চা, দেব ও রুক্মিণী মৈত্রর সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে। গত বছর ধূমকেতু ছবির মুক্তির আগেই এই জল্পনা ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই সমাজমাধ্যমে শুরু হয় নানা আলোচনা, তারকা জুটির সম্পর্ক নিয়ে।

ধূমকেতু ছবিতে দেবের নায়িকা ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির প্রচারের সময় কোথাও দেখা যায়নি রুক্মিণীকে। সেই থেকেই সন্দেহ আরও ঘনীভূত হয়। যদিও দেব ও রুক্মিণী বারবার জানিয়েছেন, তাঁদের সম্পর্ক আগের মতোই রয়েছে। কিন্তু নিন্দুকদের জল্পনা থামেনি। তার উপর ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির পর প্রায় তিন বছর তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি।

এর মধ্যেই টলিপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। শোনা যাচ্ছে, স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলা দেবের নতুন ছবি অ্যাম্বুল্যান্স দাদা-তেই নাকি আবার জুটি বাঁধতে পারেন দেব ও রুক্মিণী। ছবির পরিচালনায় রয়েছেন বিনয় মুদগিল। সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসেই শুটিং শুরু হওয়ার কথা।

এই ছবিতে দেব অভিনয় করছেন বাস্তব জীবনের নায়ক করিমুল হকের চরিত্রে। সময়মতো অ্যাম্বুল্যান্স না পেয়ে নিজের মাকে বাঁচাতে না পারার যন্ত্রণা থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন করিমুল। উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকায় তিনি বিনা খরচে অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেন। এই মানবিক কাজের জন্য কেন্দ্রীয় সরকার তাঁকে পদ্ম সম্মানে সম্মানিত করেছে। দেবের কেরিয়ারের এটি পঞ্চাশতম ছবি।

এক সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন, করিমুল হকের সঙ্গে তাঁর দেখা হয়েছে এবং তাঁর জীবনসংগ্রাম তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে তুলে ধরতে উত্তরবঙ্গে গিয়ে সময় কাটাবেন তিনি। কলকাতা ও জলপাইগুড়ি মিলিয়ে ছবির শুটিং হবে। এখনও পর্যন্ত নায়িকার নাম নিয়ে কেউ মুখ খোলেননি। তবে টলিউডে প্রশ্ন একটাই, এই ছবিতেই কি আবার একসঙ্গে দেখা যাবে দেব ও রুক্মিণীকে?

Piya Chanda

                 

You cannot copy content of this page