সৌকর্য ঘোষাল পরিচালিত এবং জয়া আহসান অভিনীত আসন্ন ছবি ওসিডি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০২৬ সালের ১ জানুয়ারি জয়া আহসান নিজেই সমাজমাধ্যমে প্রকাশ করেন ছবির পোস্টার, যা দর্শকের মনে কৌতূহল জাগিয়ে দেয়। পোস্টারে জয়াকে দেখা গিয়েছে একেবারে সাদামাটা লুকে, যেখানে নেই কোনও গ্ল্যামার কিংবা সাজসজ্জার বাহুল্য। বরং তাঁর চোখেমুখেই ধরা পড়েছে গভীর এক গল্পের ইঙ্গিত। ছবির ট্রেলার মুক্তির অপেক্ষায় এখন দর্শক মহল, কারণ শুরু থেকেই ছবির বিষয়বস্তু নিয়ে তৈরি হয়েছে আলাদা উত্তেজনা।
জাহরা বিজনেস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড নিবেদিত এবং ইন্ডিজেনাস ফিল্মস প্রযোজিত এই ছবি শিশু নির্যাতনের মতো এক সংবেদনশীল অথচ বহুল উপেক্ষিত সামাজিক সত্যকে সামনে আনতে চলেছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জয়া আহসান। তাঁর ছোটবেলার চরিত্রে দেখা যাবে আর্শিয়া মুখোপাধ্যায়কে। একসময় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ভুতুতে অভিনয় করে দর্শকের মন জয় করেছিল আর্শিয়া। সেই ছোট্ট মেয়েটি এখন অনেকটাই বড়, আর বহুদিন পর আবার এক গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরছে বড়পর্দায়।
এই ছবির মাধ্যমেই আর্শিয়া মুখোপাধ্যায়ের বড়পর্দায় অভিষেক হতে চলেছে। শুধু তাই নয়, তাকে দেখা যাবে একটি নতুন ওয়েব সিরিজেও। সূত্রের খবর অনুযায়ী, প্লাটফর্ম এইটের সিরিজ স্বর্গরথ সরগরম এ অভিনয় করেছে সে। কমেডি ঘরানার এই সিরিজ পরিচালনা করেছেন অরিজিৎ টোটোন চক্রবর্তী। আর্শিয়ার সঙ্গে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বুদ্ধদেব ভট্টাচার্য, লোকনাথ দে এবং পূষণ দাশগুপ্ত। ছোট পর্দার পরিচিত মুখদের নিয়ে এই নতুন প্রজেক্ট নিয়েও আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক সৌকর্য ঘোষাল জানান, ওসিডি তাঁর কাছে শুধুমাত্র একটি ছবি নয়, বরং একটি প্রতিবাদ। তাঁর অভিজ্ঞতায় বহুবার দেখা গেছে, শিশু নির্যাতনের অপরাধীরা পরিচিত হওয়া সত্ত্বেও সমাজে আড়ালেই থেকে যায়। কারণ ভুক্তভোগী শিশুরা ভয়, অবিশ্বাস এবং লজ্জার কারণে মুখ খুলতে পারে না। অনেক ক্ষেত্রেই পরিবার ও সমাজ সত্যের মুখোমুখি না হয়ে নীরবতা বেছে নেয়, যা অপরাধীদের আরও শক্তিশালী করে তোলে।
আরও পড়ুনঃ আর্যর অতীত ঘিরে রহস্যের জাল! অপর্ণার স্মৃতিতে লুকিয়ে রাজনন্দিনীর মৃ’ত্যুর গোপন ষ’ড়যন্ত্র!1
সৌকর্যের মতে, আমাদের সমাজ আজও অপরাধীর বদলে ভুক্তভোগীকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাব একটি মানুষের সারাজীবনকে গ্রাস করতে পারে। অবদমিত যন্ত্রণা অনেক সময় আত্মবিধ্বংসী পথে নিয়ে যায়, আবার কখনও প্রতিশোধের রূপ নিয়ে ভয়াবহ পরিণতি ডেকে আনে। ওসিডি ছবির মাধ্যমে তিনি সেই নির্যাতিত শিশুর কণ্ঠস্বরকেই সামনে আনতে চেয়েছেন, যে সমাজের বিচারের তোয়াক্কা না করে নিজের সত্য নিয়ে বাঁচতে চায়। ছবিটি মুক্তি পাবে ৬ ফেব্রুয়ারি।