হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক বিতর্ক সামনে এসেছে। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়কের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরিও প্রথমে নিজের মতামত জানিয়েছিলেন, যদিও পরে সেই লেখা মুছে দেন তিনি। এখন বিতর্কের মাঝেই কেমন আছেন ঋতিকা, সেটাই জানতে চেয়েছে সংবাদমাধ্যম।
এই মুহূর্তে পুরো পরিস্থিতি নিয়ে খুবই অস্বস্তিতে রয়েছেন ঋতিকা। তাই শুরুতে তিনি কোনও মন্তব্য করতেই চাননি। কিছুদিন আগেই তাঁর অস্ত্রোপচার হয়েছে, ফলে শরীরও পুরোপুরি সুস্থ নয়। এর মধ্যে সামাজিক মাধ্যমে এত আলোচনা ও সমালোচনা দেখে সবকিছু থেকে দূরে থাকাই আপাতত সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন তিনি।
সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলে প্রথমে তিনি স্পষ্ট জানান, এই বিষয়ে কোনও কথা বলতে চান না। পরে অবশ্য সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “আমি এই সব কিছুর থেকে দূরে থাকতে চাই।” তাঁর কথায় স্পষ্ট, এই মুহূর্তে মানসিক শান্তিই তাঁর কাছে সবচেয়ে জরুরি।
অস্ত্রোপচারের প্রসঙ্গে ঋতিকা জানান, সম্প্রতি অ্যাপেনডিক্স বাদ দেওয়ার পর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। এখনও শরীর ভাল নেই। তিনি বলেন, “আমি চাই সবাই ভাল থাকুক, সুস্থ থাকুক। আমি কোনও খ্যাতি চাই না। জীবনে যা পেয়েছি সবটাই ঈশ্বরের দান। এর বেশি কিছু বলার নেই।”
আরও পড়ুনঃ “নতুন বছর এলেও পুরনো লজ্জা, এখনও মহিলারা ভোগ্যপণ্য!” ২০২৬ এসেও বদলায়নি মানসিকতা! একের পর এক অভিনেত্রীর মঞ্চে হেন’স্থার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠলেন লেডি সুপারস্টার শুভশ্রী!
এই বিয়ে বিতর্কে একদিকে প্রথম স্ত্রী অনিন্দিতা, অন্যদিকে দ্বিতীয় স্ত্রী ঋতিকা নিজেদের অবস্থান স্পষ্ট করলেও এখনও নীরব রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। আপাতত এই বিতর্ক থেকে নিজেকে দূরে রেখেই শান্ত থাকতে চান ঋতিকা গিরি।
