জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“নতুন বছর এলেও পুরনো লজ্জা, এখনও মহিলারা ভোগ্যপণ্য!” ২০২৬ এসেও বদলায়নি মানসিকতা! একের পর এক অভিনেত্রীর মঞ্চে হেন’স্থার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠলেন লেডি সুপারস্টার শুভশ্রী!

সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রকাশ্যে শারীরিক হেনস্থার শিকার হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী মৌনী রায়। হরিয়ানার কর্নলে একটি অনুষ্ঠানে মঞ্চের দিকে যাওয়ার সময় ছবি তোলার অছিলায় একাধিক ব্যক্তি তাঁর কোমরে হাত দেন বলে অভিযোগ। এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় জানাতেই বিষয়টি ঘিরে শুরু হয় তীব্র চর্চা।

মৌনীর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানান, নতুন বছর এলেও সমাজের মানসিকতায় বিশেষ পরিবর্তন আসেনি। এখনও মহিলাদের হেনস্থা করা হচ্ছে এবং তাঁদের ভোগ্যপণ্য হিসেবে দেখা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন শুভশ্রী।

নিজের পোস্টে শুভশ্রী লেখেন, ২০২৬ সালে দাঁড়িয়েও এই ধরনের ঘটনা লজ্জাজনক। মৌনীর সাহসের প্রশংসা করে তিনি বলেন, একজন মহিলা হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা অত্যন্ত প্রয়োজনীয়। মৌনী শুধু নিজের হয়ে নয়, বরং সমস্ত মহিলার প্রতিনিধিত্ব করেই প্রতিবাদ জানিয়েছেন বলে মত তাঁর।

এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে মৌনী জানান, অনুষ্ঠানে উপস্থিত কিছু মধ্যবয়স্ক ব্যক্তি এবং তাঁদের পরিবারের পুরুষ সদস্যরা ছবি তোলার সময় তাঁর শরীরে অযাচিত স্পর্শ করেন। তিনি বাধ্য হয়ে হাত সরাতে বললেও, সেই অনুরোধ ভালোভাবে নেওয়া হয়নি। এতে তিনি গভীরভাবে অপমানিত ও হতাশ হয়েছেন বলে জানান অভিনেত্রী।

ঘটনার প্রসঙ্গ টেনে মৌনী আরও বলেন, তাঁর মতো একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীকে যদি এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে ইন্ডাস্ট্রিতে নতুন আসা মেয়েদের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে তা ভাবতেই আতঙ্ক লাগে। এই ধরনের ঘটনার বিরুদ্ধে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তিনি।

Piya Chanda

                 

You cannot copy content of this page