বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণ বেউরা সম্প্রতি এক পুরনো ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান, ২০০৭ সালের একটি অ্যাওয়ার্ড শোতে কিংবদন্তি শিল্পী অলকা ইয়াগ্নিক-এর একটি মন্তব্য আজও তাঁকে ব্যথা দেয়। মঞ্চে প্রকাশ্যে অপমানের মতো সেই মুহূর্ত তিনি এখনও ভুলতে পারেননি বলে জানিয়েছেন গায়ক।
কৃষ্ণ জানান, চক দে ইন্ডিয়া ছবির গান ‘মৌলা মেরে লে লে মেরি জান’-এর জন্য তিনি পুরস্কার পাচ্ছিলেন। আয়োজকদের ফোনে তিনি জানতে পারেন, গানটিতে তাঁর অবদান নিয়ে বিভ্রান্তি রয়েছে। তিনি স্পষ্ট করেন, শুরুতে সেলিম মার্চেন্ট গানটি গাইলেও বাকি অংশ সম্পূর্ণ তাঁর কণ্ঠেই ছিল।
সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার তুলে দিচ্ছিলেন বাপ্পি লাহিড়ী ও অলকা ইয়াগ্নিক। কৃষ্ণ মঞ্চে উঠে তাঁদের পা ছুঁয়ে প্রণাম করেন। তিনি বলেন, অলকাজিকে তিনি লতা মঙ্গেশকর-এর পর সবচেয়ে বড় গায়িকা বলে মনে করেন। কিন্তু পুরস্কার নেওয়ার পর অলকা মন্তব্য করেন, “একে কেন পুরস্কার দেওয়া হল?” এই কথায় তিনি ভীষণভাবে আঘাত পান।
ঘটনার পরেও মঞ্চে কোনও বিতর্ক না করে শান্তভাবেই প্রতিক্রিয়া দেন কৃষ্ণ। তিনি শুধু বলেন, ভবিষ্যতে আরও ভালো গান গাইবেন যাতে অলকা ইয়াগ্নিক খুশি হন। তবে পরে টিভিতে সম্প্রচারের সময় তাঁর এই বক্তব্য কেটে দেওয়া হয়। তাতেই তাঁর মনে আরও কষ্ট জমে ওঠে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ “নতুন বছর এলেও পুরনো লজ্জা, এখনও মহিলারা ভোগ্যপণ্য!” ২০২৬ এসেও বদলায়নি মানসিকতা! একের পর এক অভিনেত্রীর মঞ্চে হেন’স্থার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠলেন লেডি সুপারস্টার শুভশ্রী!
কৃষ্ণ আরও বলেন, তিনি অলকাকে দেবী সরস্বতীর মতো শ্রদ্ধা করেন। সোনু নিগম, কুনাল গঞ্জাওয়ালা, নীরজ শ্রীধর-এর মতো শিল্পীদের সঙ্গে মনোনয়ন পেয়েই তিনি পুরস্কার জিতেছিলেন। অন্যদিকে, সম্প্রতি অলকা ইয়াগ্নিক পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন এবং শ্রোতাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
