জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পরের বউয়ের সঙ্গে “অ’বৈধ সম্পর্ক” ! বন্ধুত্ব নিয়ে নোংরা কটাক্ষ! ক্ষুব্ধ সায়ক চক্রবর্তী! দেবলীনাকে ঘিরে ট্রোলের কড়া জবাব দিলেন অভিনেতা!

টলিপাড়ার অভিনেতা সায়ক চক্রবর্তী ও গায়িকা দেবলীনা নন্দীর বন্ধুত্ব নতুন নয়। বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু তারা। সম্প্রতি দেবলীনাকে ঘিরে কঠিন এক সময় পেরোনোর পর এই বন্ধুত্ব আবারও আলোচনায় এসেছে। সমাজমাধ্যমে দুজনের সম্পর্ক নিয়ে নানা কটাক্ষ শুরু হলেও সায়ক স্পষ্ট করেছেন, বন্ধুর পাশে দাঁড়ানোতে কোনও অন্যায় নেই।

কিছুদিন আগে দেবলীনা ও তাঁর মায়ের সঙ্গে একটি বুটিকে কেনাকাটা করতে যান সায়ক। সেই মুহূর্তের একটি ভ্লগ শেয়ার করতেই এক নেটিজেন কুরুচিকর মন্তব্য করেন। দেবলীনাকে ‘পরের বউ’ বলে কটাক্ষ করা হলে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সায়ক। তিনি জানান, তিনি কোনও লজ্জার কাজ করেননি এবং এ ধরনের মন্তব্যকারীদেরই আগে ভাবা উচিত।

এই ঘটনার আগে চলতি মাসের শুরুতে দেবলীনা ও তাঁর স্বামী প্রবাহ নন্দীর দাম্পত্য সমস্যা প্রকাশ্যে আসে। ফেসবুক লাইভে দেবলীনা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তিনি মানসিক চাপে ছিলেন। স্বামী ও শ্বশুরবাড়ির তরফে নিজের মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চাপ দেওয়া হচ্ছিল বলেও দাবি করেন তিনি।

এই মানসিক যন্ত্রণার মধ্যেই দেবলীনা আত্মহত্যার চেষ্টা করেন এবং বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই সময় সায়ক চক্রবর্তীই প্রথম তাঁর পাশে দাঁড়ান। দেবলীনাকে হাসপাতালে ভর্তি করানো থেকে শুরু করে তাঁর শারীরিক অবস্থার খবর নিয়মিত অনুরাগীদের জানানো, সব দায়িত্বই পালন করেন সায়ক।

বর্তমানে দেবলীনা ও প্রবাহের পারিবারিক টানাপড়েন চললেও সায়ক বন্ধুর পাশে থাকার সিদ্ধান্তে অনড়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিপদের দিনে বন্ধুর সঙ্গে থাকা বা তাঁর পরিবারের পাশে দাঁড়ানো কোনও অপরাধ নয়। সব সমালোচনা সত্ত্বেও সায়ক ও দেবলীনাদের বন্ধুত্ব এখন টলিপাড়ার আলোচনার কেন্দ্রে।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page