২৮ জানুয়ারি অভিনেত্রী সুস্মিতা দের জন্মদিন ঘিরে উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছিল মধ্যরাত থেকেই। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কেক কেটে নিজের বিশেষ দিনটি উদ্যাপন করেন তিনি। হাসি আড্ডা আর গল্পে ভরা সেই মুহূর্তে উপস্থিত ছিলেন কাছের মানুষজন। জন্মদিন মানেই কি শুধু কেক আর শুভেচ্ছা, নাকি এর আড়ালে ছিল আরও কিছু বিশেষ পরিকল্পনা, তা নিয়েই কৌতূহল তৈরি হয়েছিল অনুরাগীদের মধ্যে। বিশেষ করে বন্ধু সাহেব ভট্টাচার্যের পক্ষ থেকে কোনও চমক থাকছে কি না, সেই প্রশ্ন ঘুরছিল অনেকের মনেই।
এই প্রসঙ্গে সাহেব ভট্টাচার্য জানান, আলাদা করে তেমন কোনও পরিকল্পনা এখনও করা হয়নি। তবে মঙ্গলবার সন্ধ্যাটা যে যথেষ্ট সুন্দর কেটেছে, তা স্পষ্ট তাঁর কথায়। সাহেব বলেন, কথা ধারাবাহিকের মাধ্যমে তাঁরা দর্শকদের কাছ থেকে যে ভালবাসা পেয়েছেন, সেই অনুরাগীরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন তাঁদের সঙ্গে। একসঙ্গে কেক কাটা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আর সব মিলিয়ে সময়টা ছিল বেশ আনন্দের এবং স্মরণীয়।
সুস্মিতার অভিনয়যাত্রা নিয়ে নিজের আশা এবং শুভকামনার কথাও ভাগ করে নিয়েছেন সাহেব। তিনি চান, যেভাবে সুস্মিতার কেরিয়ার শুরু হয়েছে, আগামী দিনে সেই পথ আরও মসৃণ এবং বিস্তৃত হোক। মজার ছলে অভিনেতা বলেন, জন্মদিনের দিনে এখনও তাঁকে কেউ খাওয়ানোর কথা বলেনি, তাই উপহার নিয়ে ভাবার সুযোগও হয়নি। তাঁর কথায় স্পষ্ট ছিল বন্ধুত্বের উষ্ণতা আর হালকা ঠাট্টার রেশ। এই আন্তরিক সম্পর্কই তাঁদের বন্ধনকে আরও বিশেষ করে তোলে।
শুধু মঙ্গলবার নয়, বুধবারও জন্মদিন উপলক্ষে কিছু আলাদা পরিকল্পনা রয়েছে বলেই ইঙ্গিত দেন সাহেব। মজার ছলেই তিনি সুস্মিতাকে একটি উপদেশ দেন, এবার নাকি রান্নাবান্না শেখা উচিত। কতদিন আর অন্যদের হাতের রান্নার উপর নির্ভর করা যায়, সেই প্রশ্নও তুলেছেন তিনি। এই কথোপকথনে যেমন ছিল হাসি, তেমনই ছিল বন্ধুত্বের খুনসুটি, যা তাঁদের সম্পর্কের গভীরতাই তুলে ধরে।
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে বড় ধাক্কা, ‘চিরদিনই তুমি যে আমার’-এর খলনায়িকার চরিত্র থেকে বাদ স্নেহা চ্যাটার্জি! কোন অভিনেত্রীর লুকসেট হতেই পাল্টে গেল গোটা সমীকরণ? নতুন মুখেই কি তবে ফিরবে ধারাবাহিকের টিআরপির হাল?
প্রসঙ্গত, ধারাবাহিকে অভিনয়ের পর মঞ্চেও একসঙ্গে কাজ করেছেন সুস্মিতা ও সাহেব। বর্তমানে সাহেব নতুন কোনও প্রজেক্ট শুরু না করলেও, সুস্মিতার কেরিয়ারে রয়েছে নতুন চমক। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে একটি নতুন ওয়েব সিরিজে। জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তের মাঝেই ভবিষ্যতের কাজ নিয়ে আশাবাদী অভিনেত্রী। অনুরাগীদের শুভেচ্ছা আর কাছের মানুষদের ভালবাসায় ঘেরা এই জন্মদিন সুস্মিতার কাছে নিঃসন্দেহে হয়ে উঠল আরও বিশেষ।
