টেলিভিশন দুনিয়ায় পরিবর্তন যেন নিত্যদিনের সঙ্গী। কখনও ধারাবাহিকের মাঝপথে নায়ক-নায়িকার মুখবদল, কখনও আবার গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে নতুন মুখ—এসব আর নতুন কিছু নয়। গল্পের গতি ধরে রাখতে, দর্শকের আগ্রহ বজায় রাখতে কিংবা টিআরপি ধরে রাখতেই নির্মাতারা মাঝেমধ্যেই এই ধরনের সিদ্ধান্ত নেন। অনেক সময় এই পরিবর্তন দর্শকদের হতাশ করলেও, আবার কখনও নতুন চমক এনে দেয় ধারাবাহিকে নতুন প্রাণ।
এই পরিবর্তনের হাওয়া এবার এসে লেগেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ। শোনা যাচ্ছিল, এই ধারাবাহিকে এক নতুন প্রধান খলনায়িকার প্রবেশ ঘটতে চলেছে। বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল, সেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে টেলি জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চ্যাটার্জিকে। বিষয়টি প্রায় কনফার্ম বলেই মনে করা হচ্ছিল এবং দর্শকরাও বেশ উৎসাহিত ছিলেন কিন্তু বর্তমানে সামনে আসে অন্য খবর।
যদিও গল্পের গভীরতা, চেনা মুখের উপস্থিতি এবং বড় বাজেট থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে টিআরপি তালিকায় প্রথম দিকের জায়গা ধরে রাখতে পারছে না ‘চিরদিনই তুমি যে আমার’। শুরুর দিকে ভালো রেসপন্স পেলেও এখন অন্যান্য ধারাবাহিকের সঙ্গে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে পড়েছে এই মেগা। ফলে গল্পে নতুন মোড় আনার প্রয়োজনীয়তা যে ছিল, তা বলাই বাহুল্য।
আর সেখানেই দেখা গেল বড় বদল, শেষ মুহূর্তে পরিকল্পনা পাল্টে গিয়েছে। গতকালই নতুন খলনায়িকার লুক সেট করেছেন টেলি অভিনেত্রী নবনীতা মালাকার। শোনা যাচ্ছে এই ধারাবাহিকের হাত ধরেই টেলিপর্দায় কামব্যাক করছেন নবনীতা। খলনায়িকার চরিত্রেই তাঁকে দেখা যাবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ পুরস্কারের থেকেও বড় প্রাপ্তি! বাংলা ছাড়িয়ে নতুন দর্শকের কাছে পা বাড়াল ‘জোয়ার ভাঁটা’, দর্শকের ভালোবাসায় বড় হয়ে এবার উজি-নিশার গল্প পৌঁছচ্ছে অন্য প্রান্তে!
উল্লেখ্য, এর আগেও এসভিএফ-এর জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘নিমফুলের মধু’-তে নেতিবাচক চরিত্রে নজর কেড়েছিলেন নবনীতা। এবার তাঁর আগমনে ‘চিরদিনই তুমি যে আমার’-এর গল্প কতটা জমে ওঠে, সেদিকেই তাকিয়ে দর্শকরা।
