এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি আমার এ অপর্ণার মা সুমির চরিত্রে দর্শকের মন জয় করে নিয়েছেন সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। পরিণত অভিনয় আর স্বাভাবিক অভিব্যক্তিতে চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন তিনি। ঠিক এই সময়েই টেলিপাড়ায় গুঞ্জন, স্টার জলসার আসন্ন নতুন ধারাবাহিক শুধু তোমারই জন্য এ দেখা যেতে চলেছে সুচন্দ্রাকে। প্রশ্ন উঠছে, তবে কি জি বাংলার ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন তিনি। যদিও ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, আপাতত দুটি ধারাবাহিকেই সমানতালে কাজ করবেন সুচন্দ্রা। ফলে দর্শক একই সঙ্গে দুটো চ্যানেলেই প্রিয় অভিনেত্রীকে দেখতে পাবেন বলেই ইঙ্গিত।
এই নতুন ধারাবাহিককে ঘিরে আরও একটি নাম ইতিমধ্যেই আলোচনায়, তিনি অভিনেতা সোহেল দত্ত। এর আগে জি বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকের মাধ্যমে বহু বছর পর ছোটপর্দায় ফিরেছিলেন তিনি। সেই কামব্যাক দর্শকের নজর কেড়েছিল। এবার শুধু তোমারই জন্য এ কোন গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা যাবে, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। সোহেলের অভিনয় আর পর্দায় উপস্থিতি এই গল্পে কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।
আগেই আজকাল ডট ইন সূত্রে জানা গিয়েছিল, দীর্ঘ বিরতির পর আবার ছোটপর্দায় ফিরছেন দীপান্বিতা রক্ষিত। তাঁর বিপরীতে দেখা যাবে শুভ্রজিৎ সাহাকে। সম্প্রতি ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শক বুঝে গিয়েছেন, গল্পের মূল আকর্ষণ ত্রিকোণ প্রেম। শুভ্রজিৎ সাহা অভিনীত রাহুল চরিত্রটি সুদর্শন এবং আকর্ষণীয়, বহু তরুণীর ক্রাশ। কিন্তু গল্পে সে ভালবাসে একজনকেই, তিতলিকে। এই চরিত্রে অভিনয় করছেন মন্দিরা দেবনাথ।
তিতলির স্বপ্ন আমেরিকা যাওয়া। যে তাকে আমেরিকা নিয়ে যেতে পারবে, তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চায় সে। এই দাবির মুখোমুখি হয় রাহুল। অন্যদিকে ত্রিকোণের তৃতীয় কোণে রয়েছে রাহি, অর্থাৎ দীপান্বিতা রক্ষিত। পড়াশোনায় মেধাবী রাহি দেশের বাইরে যাওয়ার সুযোগ পেয়েও তা ফিরিয়ে দেয়, কারণ সে দেশেই থেকে গবেষণা করতে চায়। দেশপ্রেমী রাহি, কিন্তু তার থেকেও বেশি ভালবাসে রাহুলকে। প্রোমোতে সমুদ্র সৈকতের আবহে এই তিন চরিত্রের টানাপড়েন ইতিমধ্যেই দর্শকের কৌতূহল বাড়িয়েছে।
আরও পড়ুনঃ “আমার দেরিতে অনেকের সমস্যা হবে!” “দুই দিকের দায়িত্ব…শিল্পীদের যেমন অস্বস্তি হয়, আয়োজকদের কথাও ভাবতে হয়!” মিমি চক্রবর্তীর বনগাঁ কাণ্ডের পর, মঞ্চে শিল্পীদের দায়িত্ব নিয়ে স্পষ্ট অবস্থান দেবাদৃতা বসুর!
প্রোমো প্রকাশের পর থেকেই এই ধারাবাহিক দর্শক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়, সোহেল দত্ত ছাড়াও একাধিক পরিচিত মুখ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে খবর। প্রেম, স্বপ্ন, ত্যাগ আর বাস্তবতার সংঘাতে ভরা এই গল্প শেষ পর্যন্ত কোন পথে এগোয়, তা জানতে মুখিয়ে রয়েছেন দর্শক। শুধু তোমারই জন্য যে স্টার জলসার আগামী দিনে বড় চমক হতে চলেছে, তা বলাই যায়।
