জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“শুধু আমার দিকে তাকাবে, ইনসিকিউর হলেই…” ভবিষ্যৎ জীবনসঙ্গীর গুণাবলি নিয়ে স্পষ্ট ভাবনা তুলে ধরলেন সৌমিতৃষা কুন্ডু! তবে কি এবার খুঁজে পেয়েছেন তিনি সেই সঠিক মানুষকে? অভিনেত্রীর মনের মানুষ কে?

টলিউডের জনপ্রিয় নায়িকাদের তালিকায় এই মুহূর্তে প্রথম সারিতেই রয়েছে সৌমিতৃষা কুণ্ডুর নাম। ছোটপর্দা থেকে শুরু করে সিনেমা এবং ওয়েব সিরিজে নিজেকে প্রমাণ করে ফেলেছেন তিনি। সদ্য মুক্তি পাওয়া কালরাত্রি ২ ওয়েব সিরিজে তাঁর অভিনয় দর্শক ও সমালোচক মহলে প্রশংসিত হয়েছে। অল্প বয়সেই ধারাবাহিক সাফল্যের কারণে সৌমিতৃষা এখন ইন্ডাস্ট্রির অন্যতম ভরসাযোগ্য মুখ। কাজের প্রতি তাঁর একাগ্রতা আর নিজস্ব অভিনয় স্টাইল তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।

ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় কাটালেও সৌমিতৃষার ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার বাইরে থেকেছে। প্রেম নিয়ে তাঁকে ঘিরে বিশেষ কোনও গুঞ্জন শোনা যায়নি। অভিনেত্রী নিজেও বারবার জানিয়েছেন, আপাতত তিনি সিঙ্গেল এবং তাঁর সব মনোযোগ কাজের দিকেই। তবে ২৩ বছরের সৌমিতৃষার মনের মানুষ কেমন হবে, সেই প্রশ্নে কৌতূহল ছিল ভক্তদের। সম্প্রতি একটি ফ্যান পেজে শেয়ার হওয়া ভিডিওতেই সেই কৌতূহলের উত্তর দিলেন মিঠাই রানী।

ভিডিওতে সৌমিতৃষাকে প্রশ্ন করা হয় তাঁর আইডিয়াল লাইফ পার্টনার কেমন হওয়া উচিত। হাসিমুখে অভিনেত্রী জানান, তাঁর সঙ্গী যেন ইনসিকিওর না হন এবং অন্য কোনও মেয়ের দিকে নজর না দেন। তাঁর কথায়, শুধু তাকেই দেখলেই তিনি খুশি। এখানেই শেষ নয়, পার্টনারের মধ্যে আর একটি গুরুত্বপূর্ণ গুণের কথাও বলেন তিনি। সৌমিতৃষার মতে, তাঁর রাগ সামলাতে পারা মানুষই তাঁর কাছে আদর্শ। যদিও ভক্তদের একাংশের দাবি, বাস্তবে নায়িকা মোটেও রাগী নন।

ভালবাসা নিয়ে সৌমিতৃষার ভাবনাতেও রয়েছে একরাশ সরলতা। তাঁর মতে, ভালবাসা মানেই দামি রেস্তোরাঁ বা ঝলমলে ডেট নয়। প্রিয় মানুষ পাশে থাকলে ফুচকা খেতে খেতেও সেই মুহূর্ত বিশেষ হয়ে উঠতে পারে। এই বক্তব্যেই যেন ধরা পড়ে তাঁর বাস্তববাদী মনোভাব। মিঠাই ধারাবাহিকই তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। প্রায় আড়াই বছর ধরে চলা এই ধারাবাহিক একাধিকবার বেঙ্গল টপার হয়েছিল। এরপর দেবের বিপরীতে সিনেমা এবং সৌরভ দাসের সঙ্গে বড়পর্দার কাজ তাঁর কেরিয়ারে নতুন অধ্যায় যোগ করে।

হইচই প্ল্যাটফর্মে কালরাত্রির দুটি সিজনে নাম ভূমিকায় অভিনয় করে সৌমিতৃষা নিজের শক্ত জায়গা আরও পোক্ত করেছেন। তাঁর ফ্যানবেসও যথেষ্ট আবেগপ্রবণ। জন্মদিন থেকে শুরু করে নতুন কাজ, সব উপলক্ষেই মন্দিরে গিয়ে প্রার্থনা করেন ভক্তরা। যদিও ২০২৫ সালের বড় একটা সময় শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করতে হয়েছে অভিনেত্রীকে। তবু আশায় বুক বাঁধছেন অনুরাগীরা, ২০২৬ সালে নতুন নতুন প্রজেক্ট নিয়ে আবারও পর্দায় ঝলমল করবেন তাঁদের প্রিয় সৌমিতৃষা।

Piya Chanda

                 

You cannot copy content of this page