টেলিভিশনের দর্শক তাঁকে শেষ বার দেখেছেন জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এ। তারপর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। ছোটপর্দায় অনুশ্রী দাসকে আর দেখা যায়নি বললেই চলে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন এই বিরতি। অভিনয় ছেড়ে কি অন্য কোনও পথে হাঁটছেন অভিনেত্রী। নাকি এর নেপথ্যে রয়েছে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন। এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই সম্প্রতি নিজের বর্তমান অবস্থান নিয়ে মুখ খুললেন অনুশ্রী।
অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল বড়পর্দা দিয়ে। তারপর যাত্রাপালায় নিয়মিত কাজ করেছেন। ধীরে ধীরে টেলিভিশনে নিজস্ব জায়গা তৈরি করেন তিনি। অথচ এখন কেন কাজ থেকে দূরে। অনুশ্রীর সাফ কথা, কাজের প্রস্তাবের অভাব নেই। কিন্তু গল্প এবং চরিত্র পছন্দ না হলে আর তাতে হ্যাঁ বলতে মন চায় না। দীর্ঘদিন কাজ করতে করতে তিনি বুঝেছেন, অনেক ধারাবাহিকের গল্প শুরুতে এক রকম হলেও পরে তা সম্পূর্ণ বদলে যায়। সেই জায়গাতেই তাঁর আপত্তি।
ধারাবাহিক মানেই নিয়মিত আয়, সেই নিরাপত্তা কি ভাবায় না তাঁকে। উত্তরে অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই যাত্রার মঞ্চে কাজ করতে গিয়ে বহু অভিজ্ঞতা হয়েছে। অনেক সিনিয়র শিল্পীকে কাছ থেকে দেখেছেন, যাঁরা প্রচুর রোজগার করলেও জীবনের শেষভাগে আর্থিক স্বাচ্ছন্দ্য পাননি। সেই অভিজ্ঞতাই তাঁকে সঞ্চয়ের গুরুত্ব শিখিয়েছে। তাই এখন কাজ না করলেও আর্থিক দিক নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না।
এই মুহূর্তে অনুশ্রীর জীবনের কেন্দ্রবিন্দু তাঁর পরিবার। মা এবং ভাইকে নিয়ে সময় কাটানোই এখন সবচেয়ে বড় প্রাপ্তি। অভিনেত্রীর কথায়, কাজ গুরুত্বপূর্ণ হলেও ব্যক্তিগত জীবনকে উপেক্ষা করা যায় না। মা এখন তাঁর সময় চান, আর সেই সময়টা দিতে পারাটাই তাঁর কাছে অমূল্য। কাজের ব্যস্ততার বাইরে এই পারিবারিক বন্ধন তাঁকে মানসিক শান্তি দিচ্ছে।
আরও পড়ুনঃ টিআরপি ওঠানামার মাঝেও আত্মবিশ্বাসী ‘অপর্ণা’ শিরিন পাল! ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ কি সত্যিই শেষ হচ্ছে? কী জানালেন অভিনেত্রী?
বিচ্ছেদের পর আবার সংসার পাতার ভাবনা কি একেবারেই নেই। অনুশ্রী অকপটে স্বীকার করেন, ইচ্ছা যে নেই তা নয়। তবে চারপাশের পরিস্থিতি দেখে এখনই কিছু ভাবতে চাইছেন না। অবসর সময়ে রান্না করা আর বই পড়াই তাঁর আনন্দের ঠিকানা। নিজের মতো করে জীবনকে উপভোগ করতেই আপাতত অভিনয় থেকে এই বিরতি, জানালেন অভিনেত্রী।
