জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপি ওঠানামার মাঝেও আত্মবিশ্বাসী ‘অপর্ণা’ শিরিন পাল! ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ কি সত্যিই শেষ হচ্ছে? কী জানালেন অভিনেত্রী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নিয়ে দর্শকের আগ্রহ এখনও তুঙ্গে। নতুন নায়িকা শিরিন পালের আগমন, অপর্ণা চরিত্রে তাঁর আত্মপ্রকাশ এবং আর্যের সঙ্গে নতুন সমীকরণ দর্শকের নজর কেড়েছে। গল্প অনুযায়ী অপর্ণা আর আর্যের বিয়ে দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকে। নতুন জুটির রসায়ন নিয়েও আলোচনা কম হয়নি। কিন্তু এত কিছুর পরেও গত দু সপ্তাহ ধরে টিআরপি তালিকার প্রথম পাঁচে জায়গা হয়নি এই ধারাবাহিকের। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নতুন নায়িকা হিসেবে শিরিন কি এই বিষয়টি নিয়ে চাপ অনুভব করছেন।

এই প্রসঙ্গে শিরিন স্পষ্ট জানান, টিআরপি বিষয়টি সবাইকেই কিছুটা ভাবায় ঠিকই, তবে সেটাই তাঁর একমাত্র লক্ষ্য নয়। তাঁর কথায়, তিনি মূলত অভিনয় করতেই এসেছেন এবং সেটাতেই মন দিতে চান। শিরিনের বিশ্বাস, কাজ যদি মন দিয়ে করা যায়, তবে ফল একদিন ঠিকই আসবে। টিআরপি নিয়ে অতিরিক্ত ভাবনা অভিনেত্রীর কাজের মনোযোগ নষ্ট করতে পারে বলেও মনে করেন তিনি। তাই সংখ্যার হিসাবের চেয়ে নিজের চরিত্রকে যতটা সম্ভব সত্যি করে তুলে ধরাই এখন তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

এর আগে অপর্ণা চরিত্রে দর্শক দেখেছেন দিতিপ্রিয়া রায়কে। তাঁর প্রস্থান করার পর কিছুদিন নায়িকা ছাড়াই শুটিং চলেছিল। সেই সময়েও ধারাবাহিক টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রাখতে পেরেছিল। বর্তমানে গল্পে এসেছে একাধিক পরিবর্তন, নতুন সম্পর্কের সমীকরণ, নতুন আবেগ। যদিও প্রথম পাঁচে জায়গা না পেলেও প্রথম দশে রয়েছে এই ধারাবাহিক। শিরিন মনে করেন, ধারাবাহিকের গল্প বদলালে দর্শকের অভ্যাস বদলাতে একটু সময় লাগে, আর সেটাই স্বাভাবিক।

টিআরপির ওঠানামা নিয়ে মনখারাপ হয় কি না, সেই প্রশ্নে শিরিন অকপট। তিনি জানান, মনখারাপের চেয়ে চিন্তা হয় বেশি। তবে এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করা সহ অভিনেতারা তাঁকে সবসময় সাহস দেন। তাঁদের কথায়, আজ নম্বর কম হলে কাল আবার বাড়বে। এই ওঠানামাই নিয়ম। সেই অভিজ্ঞতা থেকে পাওয়া ভরসাই তাঁকে মানসিকভাবে শক্ত রাখে। ফলে একা লড়াই করার অনুভূতি তাঁর নেই।

সব মিলিয়ে শিরিন পালের লক্ষ্য একটাই, ভাল অভিনয় করা এবং নিজের কাজের প্রতি সৎ থাকা। টিআরপি তালিকার সংখ্যা নয়, দর্শকের ভালোবাসাই তাঁর কাছে আসল প্রাপ্তি। তিনি বিশ্বাস করেন, সময় দিলে এবং মন দিয়ে কাজ করলে তার সঠিক ফল মিলবেই। তাই নতুন অপর্ণা হিসেবে নিজের জায়গা আরও মজবুত করতে আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে যেতে চান এই অভিনেত্রী।

TollyTales Entertainment Desk

                 

You cannot copy content of this page