জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গত বছের বিচ্ছেদ ঘোষণার পরেও, সমাজ মাধ্যমে পোস্ট বিয়ের স্মৃতি ও আবেগঘন বার্তা! প্রান্তিক-অঙ্কিতার সম্পর্ক নিয়ে ফের জল্পনা! তবে কী দূরত্ব মিটেছে এবার তারকা দম্পতির?

হঠাৎ করেই নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি ছবি। অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা চক্রবর্তীর বিয়ের মুহূর্তের সেই ছবি ঘিরেই শুরু হয়েছে নতুন করে চর্চা। কিছুদিন আগেই যাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে, তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি আবার কাছাকাছি আসছেন তাঁরা। না কি শুধুই পুরনো স্মৃতির ফিরে আসা। ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে তৈরি হয়েছে নানা কৌতূহল। কিন্তু দুজনের কেউই শুরুতে বিষয়টি নিয়ে মুখ না খোলায় জল্পনা আরও ঘনীভূত হয়। সমাজমাধ্যমে একাংশ মনে করছেন, এই ছবি নতুন কোনও সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে, আবার কারও মতে এটি নিছকই কাকতালীয় ঘটনা।

এই রহস্যের সমাধান পেতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শুটিংয়ের ব্যস্ততার মাঝেই অভিনেতা জানান, বিষয়টি শুনে তিনিও বিস্মিত। তাঁর কথায়, এমন কোনও ছবি তিনি সম্প্রতি দেখেননি। বরং মজা করে বলেন, এই অঙ্ক বেশ কঠিন। প্রান্তিকের ব্যাখ্যা অনুযায়ী, সমাজমাধ্যমের অ্যালগোরিদম পুরনো ছবি নতুন করে সামনে এনে দিয়েছে। অঙ্কিতার কোনও ফ্যানপেজ থেকেই সম্ভবত ছবিটি আবার ছড়িয়ে পড়ে, আর সেখান থেকেই শুরু হয়েছে ভুল বোঝাবুঝি। অভিনেতার মতে, এর সঙ্গে বাস্তব জীবনের কোনও যোগ নেই, শুধুই ডিজিটাল দুনিয়ার খেল।

নিজের বর্তমান অবস্থান নিয়ে প্রান্তিক স্পষ্ট। তিনি জানিয়ে দিয়েছেন, অতীত যা ঘটে গেছে তা নিয়ে আর ভাবতে চান না। তাঁর পরিচয় হোক তাঁর কাজের মাধ্যমেই, এই মনোভাবেই এগোচ্ছেন তিনি। এখনও তিনি একাই রয়েছেন এবং কলকাতাতেই থাকছেন। কাজ চলছে ঠিকই, তবে আগের মতো ধারাবাহিক চরিত্র পাচ্ছেন না বলেও স্বীকার করেন অভিনেতা। যে ধরনের চরিত্র তাঁর কাছে আসছে, সেগুলো মন মতো না হওয়ায় তিনি সম্মতি দিচ্ছেন না। ওয়েব প্ল্যাটফর্ম থেকেও খুব একটা ডাক পাচ্ছেন না বলে জানালেও, আপাতত নিজের পেশাজীবন গুছিয়ে নেওয়াতেই মন দিয়েছেন প্রান্তিক।

অন্যদিকে এই ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি জানার পর প্রতিক্রিয়া দিয়েছেন অঙ্কিতা চক্রবর্তীরাও। তাঁর কথায়, এই ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা তাঁর নিয়ন্ত্রণে নেই। কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিত ভাবেও এমন কিছু করে থাকে, তা হলেও তিনি বিষয়টি নিয়ে মাথা ঘামাতে চান না। নিজের জীবনে শান্ত থাকতে চান বলেই এই ধরনের চর্চা থেকে নিজেকে দূরে রাখছেন। আপাতত নিজের সঙ্গে সময় কাটানোই তাঁর অগ্রাধিকার। কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রেখে তিনি এগোতে চান।

সব মিলিয়ে, ভাইরাল হওয়া সেই বিয়ের ছবি নতুন কোনও সমীকরণের ইঙ্গিত দিচ্ছে না বলেই স্পষ্ট। বরং সমাজমাধ্যমে পুরনো মুহূর্ত ফিরে আসার ফলেই তৈরি হয়েছে বিভ্রান্তি। প্রান্তিক ও অঙ্কিতা দুজনেই নিজেদের মতো করে জীবনের নতুন অধ্যায় গুছিয়ে নিতে ব্যস্ত। অতীতের সম্পর্ক স্মৃতির পাতায় থাকলেও, বর্তমানে তাঁদের পথ আলাদা। তবে অনুরাগীদের কৌতূহল যে খুব সহজে থামবে না, সেটাই স্বাভাবিক।

TollyTales Entertainment Desk

                 

You cannot copy content of this page