দুর্গাপূজা আসতে আর মাত্র হাতে গোনা কটা দিন। তার আগেই আসে মহালয়া। আর সেই দিনটার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র এক সপ্তাহ। আর এই দিনটির জন্যেই প্রত্যেকটি টিভি চ্যানেলে দেবী দুর্গার আহ্বানের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী ২৫শে সেপ্টেম্বর মহালয়ার দিন ভোর পাঁচটায় প্রতিটি জনপ্রিয় বাংলা টিভি চ্যানেলে দেখা যাবে দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপের একাধিক গল্প। তাই বেশ কয়েকদিন ধরে টিভি চ্যানেল গুলিতে তাদের মহালয়ার অনুষ্ঠানের প্রমো এবং বিজ্ঞাপন দেখা যাচ্ছে।
প্রসঙ্গত এবারে জি বাংলায় মহালয়ার অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে “সিংহবাহিনী ত্রিনয়নী”। যেখানে দেবী দুর্গার মহিষাসুর মর্দিনী চরিত্রে অভিনয় করছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তার পাশাপাশি এই চ্যানেলের একাধিক ধারাবাহিকের অভিনেত্রীরাও রয়েছেন দেবী দুর্গার অন্যান্য রূপে।
যেমন দেবী জয় দুর্গার ভূমিকায় রয়েছে “মিঠাই” ধারাবাহিকের মিঠাই, দেবী চণ্ডিকার রূপে রয়েছেন “পিলু” ধারাবাহিকের রঞ্জা, দেবী জগদ্ধাত্রীর রূপে রয়েছেন “লক্ষী কাকিমা সুপারস্টার” এর হংসিনী, দেবী গন্ধেশ্বরী রূপে “গৌরী এলোর” গৌরী, দেবী কুষ্মন্ডার রূপে “পিলু” ধারাবাহিকের পিলু, দেবী স্কন্দমাতার ভূমিকায় রয়েছে “লালকুঠি” ধারাবাহিকের অনামিকা, মহাকালীর রূপে দেখা যাবে “উড়োন তুবড়ি”র তুবড়িকে, আর দেবী পার্বতীর রূপে রয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।
তবে এই সব কটি রূপ ছাড়া দুটি ভিন্ন দেবীর রূপে রয়েছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অন্বেষা হাজরা। দুজনেই জি বাংলার দুটি জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে। দেবী মহালক্ষ্মীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আরাত্রিকা মাইতি যে ধারাবাহিক “খেলনা বাড়ির” মুখ্য চরিত্র মিতুলের ভূমিকায় অভিনয় করে। এবং অভিনেত্রী অন্বেষা হাজরাকে দেখা যাবে দেবী মহা সরস্বতীর ভূমিকায়। অন্বেষা ধারাবাহিক “এই পথ যদি না শেষ হয়” তে মুখ্য চরিত্র উর্মির চরিত্রে অভিনয় করছে।
সম্প্রতি অভিনেত্রী আরাত্রিকা মাইতি তার ইনস্টাগ্রাম একাউন্টে তাদের দুজনের পাশাপাশি দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন। যাতে তারা দুজনেই দুই দেবীর রূপে সজ্জিত রয়েছেন। যাতে দুই অভিনেত্রীকে খুবই সুন্দর লাগছে আর দর্শকরা তাদের দুজনের সাজসজ্জা দেখে মুগ্ধ। তাই দর্শকরা তাদের দুজনকে টিভির পর্দায় দেবীরূপে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
View this post on Instagram